এমন ম্যাচ খেলাকে সম্মানের মনে করছে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ০৬ মার্চ ২০২০
এমন ম্যাচ খেলাকে সম্মানের মনে করছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচেই শেষবারের মতো টস করবেন টাইগারদের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় সিরিজ হেরেছে সফররত জিম্বাবুয়ে। তবে আজকের (শুক্রবার) ম্যাচটি জিতে শেষটা ভালো করতে চায় জিম্বাবুয়ে। এছাড়া এ ম্যাচ অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ হওয়ায় তাদের জন্যও বিশেষ কিছু। জিম্বাবুয়ের অলরাউন্ডার তিনোতেন্দা মুতুমবোজি এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা জেতার জন্য খেলি। দ্বিতীয় ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি ছিল। তবে আমরা শেষটা ভালো করতে চাই। অবশ্য ভালো করাটা নির্দিষ্ট দিনের ওপর নির্ভর করে। কোনোদিন হয়তো আপনি ভালো বল করতে পারবেন। কোনোদিন হয়তো খারাপ বোলিং করবেন। এটাকে আমরা স্বাভাবিক হিসেবেই নিচ্ছি। দ্বিতীয় ম্যাচের পর অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা ওই ম্যাচে খুব ভালো খেলেছি। যদিও জয়টা ছিনিয়ে নিতে পারিনি।’

তার সময়ের আর দশটা ক্রিকেটারের মতো মুতুমবোজিও মাশরাফির খেলো দেখে বড় হয়েছেন। টেলিভিশনে মাশরাফিকে খেলতে দেখেছেন। তাই অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচে খেলতে পারাটা তাদের জন্য সম্মানের মনে করছেন জিম্বাবুয়ের এ অলরাউন্ডার।

তিনি বলেন, ‘এ ধরনের ম্যাচ খেলাটা আসলে সম্মানের। আমি তাকে দেখে দেখে বড় হয়েছি। টেলিভিশনে খেলতে দেখেছি। বাংলাদেশের জন্য সে অনেক কিছু করেছে। আমি নিশ্চিত বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখেছে। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ। এমন ম্যাচে তার বিপক্ষে খেলাটা বিশেষ কিছু আমাদের জন্য।’

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন টাইগারদের সবচেয় সপল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আজ শুক্রবারের ম্যাচ দিয়েই শেষ হচ্ছে মাশরাফির অধিনায়কত্ব।



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মাশরাফি

অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়ার পর মাশরাফিকে নিয়ে যা বললেন সতীর্থরা

অধিনায়কত্ব ছাড়ার পর মাশরাফিকে নিয়ে যা বললেন সতীর্থরা

সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন মাশরাফি

সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন মাশরাফি