অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৫ মার্চ ২০২০
অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটে এক সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'আমি একটা ঘোষণা দিতে চাই। কাল (শুক্রবার) অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ দলের সবাইকে ধন্যবাদ জানাই। আমার নেতৃত্বে যখনই যারা খেলেছে।'

তিনি বলেন, 'আমি নিশ্চিত এ প্রক্রিয়াটা এত সহজ ছিল না, গত পাঁচ-ছয় বছরের যে জার্নি ছিল। যাদের অধীনে আমি খেলেছি, আবার যাদেরকে নেতৃত্ব দিয়েছি। তারা ঘনিষ্ঠভাবে আমাকে সহযোগিতা করেছে।’

বেশ কয়েকদিন ধরেই মাশরাফির অধিনায়কত্ব নিয়ে কথা বলে আসছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সম্প্রতি নতুন অধিনায়ক ঘোষণার বিষয়ে এক মাসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছিলেন তিনি। এবার মাশরাফি নিজেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন।

দায়িত্ব ছাড়ার বিষয়ে মাশরাফি বলেন, ‘আমি বিশ্বাস করি আমি প্রফেশনালি সিদ্ধান্তটি নিয়েছি। আমি আশা করবো যারা (বোর্ড) নেক্সট ক্যাপটেনকে নিয়ে ভাববে তারা যেন যে প্রফেশনালিজম নিয়ে আলোচনা করেছে সেটা ধরে রাখে। এটলিস্ট, ভালো খেলুক, খারাপ খেলুক তাকে পর্যাপ্ত সময় দিয়ে, তারপর যেন ২০২৩ চিন্তা করে।’ 

কারো প্রতি অভিমানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) যদি সবসময় এসব বিষয় বের করার চেষ্টা করেন তাহলে খারাপ। আমি আগেই বলেছি, রাগ করা, অভিমান বা ক্ষোভ দেখানো.., আমি আসলে কার উপর এসব দেখাবো। এসব জিনিস নিয়ে আসলে...।’

তিনি আরও বলেন, ‘ অনেকের থাকে, অনেকের থাকে না তা নয়। অনেকে বলতে পারে, কিন্তু আসলে... সত্যি করে বলছি, আমার এসব কিছু নেই। আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আপনাদের (সাংবাদিক) সামনেই এনাউন্স করলাম, আমি শেষ, আমার এটা (অধিনায়কের দায়িত্ব) শেষ। এর ভেতরে নিজের ভালো-মন্দ সব কিছু নিয়েই এগিয়ে আসতে হয়েছে এ পর্যন্ত।’ 

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। দেশের ৮৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ৪৯টি ম্যাচে জয় এনে দিয়েছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। এদিকে অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

এমপি হওয়ায় মাশরাফির এতো সমালোচনা : আশরাফুল

এমপি হওয়ায় মাশরাফির এতো সমালোচনা : আশরাফুল

‘সাংবাদিকরা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছেন’

‘সাংবাদিকরা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছেন’

বিসিবি চাইলে পাকিস্তানে যেতে রাজি মাশরাফি

বিসিবি চাইলে পাকিস্তানে যেতে রাজি মাশরাফি

সেলাই নিয়েও খেলতে দৃঢ়প্রতিজ্ঞ মাশরাফি

সেলাই নিয়েও খেলতে দৃঢ়প্রতিজ্ঞ মাশরাফি