এনগিডি-মালানে প্রোটিয়াদের সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ০৫ মার্চ ২০২০
এনগিডি-মালানে প্রোটিয়াদের সিরিজ জয়

লুঙ্গি এনগিডির ক্যারিয়ার সেরা বোলিং ও মালানের অভিষেক সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৬ উইকেটে হারাল প্রোটিয়ারা। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল প্রোটিয়ারা।

২৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। প্রথম ওভারের তৃতীয় বলেই অধিনায়ক কুইন্টন ডি কককে ব্যক্তিগত শূন্য রানে বোল্ড করেন মিচেল স্টার্ক। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান তোলেন মালান ও ট্রেভর স্মাটস। অ্যাডাম জাম্পার বলে স্মাটস ব্যক্তিগত ৪১ রানে বিদায় নিলেও অবিচল থাকেন মালান।

অপরাজিত থাকা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। প্রথম ওয়ানডেতে অভিষেক হওয়া মালান এদিন দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পান। ১৩৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ১২৯ রানের হার না মানা ইনিংস খেলেন। শেষ দিকে হেনরিখ ক্লাসেনের ৫২ বলে ৫১ ও ডেভিড মিলারে ২৯ বলে অপরাজিত ৩৭ রান জয়ে দারুণ ভূমিকা রাখে।

অজি বোলারদের মধ্যে জাম্পা ২টি উইকেট পান। এছাড়া স্টার্ক ও প্যাট কামিন্স একটি করে উইকেট দখল করেন।

এর আগে ব্লুমফন্টেইনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দুই অজি ওপেনার। ভালো শুরুর পরও এনগিডির বোলিং তোপে ৩শ’ ছাড়াতে ব্যর্থ হয় অজিরা। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান তুলে অজিরা। দলের পক্ষে সর্ব্বোচ্চ ৬৯ রান করেন অ্যারন ফিঞ্চ ও ডি আর্চি শর্ট আর ৩৬ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে।

১০ ওভারে ৫৮ রান ৬ উইকেট তুলে নেন এনগিডি, ২টি উইকেট পান অ্যানরিচ নর্তজে আর আন্দিলে ফেলুকায়ো ও তাবরাইজ শামসি একটি করে উইকেট দখল করেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিন আফ্রিকা: ২৭৪/৪ (ওভার৪৮.৩) মালান ১২৯*, ক্লাসেন ৫১,জাম্পা ২/৪৮
অস্ট্রেলিয়া: ২৭১/১০ (ওভার ৫০) অ্যারন ফিঞ্চ ৬৯, ডি আর্চি শর্ট ৬৯, এনগিডি ৬/৫৮



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

পোলার্ডের মাইলফলকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়

পোলার্ডের মাইলফলকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়

নিজের রেকর্ড ভাঙার তালিকায় তিনজনকে দেখছেন তামিম

নিজের রেকর্ড ভাঙার তালিকায় তিনজনকে দেখছেন তামিম

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন