বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৪ মার্চ ২০২০
বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি পরিবর্তন

তিন দফা পাকিস্তান সফরের প্রথম দুই দফা নির্ধারিত সময়ে হলেও তৃতীয় দফার সময় সূচিতে আনা হয়েছে পরিবর্তন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসবি) বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পরিবর্তিত সফর সূচিতে একমাত্র ওয়ানডে ম্যাচ এগিয়ে আনা হয়েছে। নতুন সময় সূচি অনুযায়ী একমাত্র ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এপ্রিল , যা আগে ছিল ৩ এপ্রিল। এছাড়া দ্বিতীয় টেস্ট পূর্ব নির্ধারিত ৫ এপ্রিল শুরু হবে।

পিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে নতুন করে এ সূচি করা হয়েছে। বিসিবি টাইগারদের টেস্ট সিরিজের আগে সময় বাড়ানোর জন্য পিসিবির কাছে অনুরোধ জানিয়েছিল।

তৃতীয় ও শেষ দফায় একটি ওয়ানডে ও আইসিসি চ্যাম্পিয়নশীপের বাকি টেস্ট ম্যাচ খেলতে ২৯ মার্চ পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে ফ্রেবুয়ারি ২য় দফায় দুই ম্যাচের টেস্ট সিরিজের ১ম টেস্টে খেলতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের আগে প্রস্তুতির জন্য তেমন সময় না পাওয়ায় এবার একটু সময় নিয়ে সফর করতে চায় বাংলাদেশ। আর সে জন্যই ওয়ানডে ম্যাচ এগিয়ে আনা হয়েছে।

এ বিষয়ে পিসিবির পরিচালক (আন্তর্জাতিক ক্রিকেট) জাকির খান বলেছেন, পিসিবি সবসময় অন্যদের সুবিধা দিয়ে খুশি থাকে। অতিরিক্ত দিনে বাংলাদেশকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলো নিয়ে ইতোমধ্যেই আলোচনা ও উত্তেজেনা শুরু হয়েছে। আমরা ভালো ক্রিকেট ও সমর্থকদের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।

তৃতীয় দফায় নতুন সূচি
১ এপ্রিল : একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল : ২য় টেস্ট, করাচি।



শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় ওয়ানডেতে সৌম্য, থাকছেন মুশফিকও

তৃতীয় ওয়ানডেতে সৌম্য, থাকছেন মুশফিকও

র‌্যাংকিংয়ে সাউদি-বোল্টের উন্নতি

র‌্যাংকিংয়ে সাউদি-বোল্টের উন্নতি

অর্ধেকে নেমে এলো আইপিএলের প্রাইজমানি

অর্ধেকে নেমে এলো আইপিএলের প্রাইজমানি

তবে কি জাতীয় দলে ফিরছেন ডি ভিলিয়ার্স?

তবে কি জাতীয় দলে ফিরছেন ডি ভিলিয়ার্স?