অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরলেন বোল্ট-হেনরি-ফার্গুসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৪ মার্চ ২০২০
অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরলেন বোল্ট-হেনরি-ফার্গুসন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বোল্ট-হেনরি-ফার্গুসন আর জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার কাইল জেমিসন।

চোটের কারণে ভারত সিরিজে দেখা যায়নি এই পেস ত্রয়ীকে। নিজেদের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জায়গা করে নিয়েছেন অজিদের বিপক্ষে। ভারতের সাথে বোল্ট খেললেও খেলা হয়নি হেনরি ও ফার্গুসনের।

বিশ্বকাপ ফাইনালের পর আর ওয়ানডে জার্সিতে নামা হয়নি হেনরি ও ফার্গুসনের। দুজনই দেশের হয়ে সবশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। পরে ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করে জায়গা করে নিয়েছেন এই সিরিজে। ভারত সিরিজ থেকে বাদ পড়েছেন হামিশ বেনেট ও স্কট কাগেলিন। 

১৩ মার্চ সিডনিতে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আর পরদিন একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ২০ মার্চ হোবার্টে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

নিউজিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, রস টেইলর, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উেইকেটরক্ষক), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সৌধি, টিম সাউদি।



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে চার দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে চার দল

আজকের ম্যাচে তামিমের যত রেকর্ড

আজকের ম্যাচে তামিমের যত রেকর্ড

রেকর্ড রান করেও শেষ বলে জয়, সিরিজ নিশ্চিত

রেকর্ড রান করেও শেষ বলে জয়, সিরিজ নিশ্চিত

হুমকি নয়, মুশফিকের সাথে আলোচনা হয়েছে : নান্নু

হুমকি নয়, মুশফিকের সাথে আলোচনা হয়েছে : নান্নু