হুমকি নয়, মুশফিকের সাথে আলোচনা হয়েছে : নান্নু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৩ মার্চ ২০২০
হুমকি নয়, মুশফিকের সাথে আলোচনা হয়েছে : নান্নু

পাকিস্তান সফরে রাজি হওয়ার জন্য মুশফিকুর রহিমকে কোন চাপ দেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেছেন, দ্বিতীয় টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচের জন্য পাকিস্তানে তৃতীয় ও শেষ দফার সফর সূচিতে বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির বিষয়ে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানের সঙ্গে আলোচনা করেছেন তারা। তবে আগের মত পাকিস্তান সফরে অনীহা প্রকাশ করেছেন মুশফিক।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধান নির্বাচক সাংবাদিকদের বলেন, ‘আমরা সিলেটে তার (মুশফিক) সঙ্গে আলোচনা করেছি। জানতে চেয়েছি তিনি পাকিস্তান সফরে যেতে চান কি না। তবে তিনি সরাসরি বলে দিয়েছেন, যাবেন না। এরপর আমরা ওই সফরের বিষয়ে তাকে কোন প্রকার চাপ দেইনি।’

নান্নু আরও বলেন, ‘গণমাধ্যমে এ বিষয়ে যে রিপোর্ট বেরিয়েছে তা একেবারেই মিথ্যা। পাকিস্তান সফরে রাজি না হলে দল থেকে বাদ দেওয়ার মত কোন হুমকি তাকে দেওয়া হয়নি। এমনকি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগেও কোন কোন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল যে, সফরে রাজি না হওয়া ক্রিকেটারদের দল থেকে সরিয়ে দেওয়া হবে। যেটি একেবারেই মিথ্যা প্রমাণিত হয়েছে।’

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচকে মাথায় রেখে তারা জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের একাদশ সাজাতে চান। তবে সেটি নির্ভর করছে বাংলাদেশ দলের সিরিজ নিশ্চত করার ওপর। এর মানে দাঁড়াচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে থাকছেন না মুশফিকুর রহিম।

নান্নু বলেন, ‘পাকিস্তান সফরের জন্য আমরা ১৫ সদস্যের স্কোয়াডটি গঠন করেছি। যে দলটিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হচ্ছে। যেহেতু মুশফিক পাকিস্তান সফর করবেন না, সেহেতু স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। এখন আমরা মুশফিকুরের পরিবর্তে একজনকে স্কোয়াডে নেব।’

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে আজ (মঙ্গলবার) যদি বাংলাদেশ সিরিজ নিশ্চিত করে ফেলতে পারে, তাহলে পাকিস্তানের ওডিআই খেলতে যাওয়া ক্রিকেটারদের নিয়েই তৃতীয় ওয়ানডের একাদশ গঠন করব। সুতরাং সিরিজ নিশ্চিত হয়ে গেলে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না মুশফিক।’

তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিষয়ে কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি মিনহাজুল আবেদীন। তবে মাশরাফি এর আগে বলেছেন, নির্বাচকরা বিবেচনা করলে তিনি পাকিস্তান সফরে যেতে প্রস্তুত।

নান্নু বলেন, ‘অধিনায়কের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। সে ক্ষেত্রে নির্বাচকদের কিছুই করার নেই। এ সিরিজের পর আমরা পাকিস্তান সফরের দল গঠন করব।’



শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিক-তামিমের মধ্যে চলে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা

মুশফিক-তামিমের মধ্যে চলে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা

মুশফিকের তৃতীয় ডাবল সেঞ্চুরি

মুশফিকের তৃতীয় ডাবল সেঞ্চুরি

এর চেয়ে বড় পাপ আমার কাছে নেই : মুশফিক

এর চেয়ে বড় পাপ আমার কাছে নেই : মুশফিক

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক