আজকের ম্যাচে তামিমের যত রেকর্ড

মমিনুল ইসলাম মমিনুল ইসলাম প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৩ মার্চ ২০২০
আজকের ম্যাচে তামিমের যত রেকর্ড

ছবি : বিসিবি

দীর্ঘ দিন ধরে নিজের অফফর্ম নিয়ে ভুগছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। নিজেকে ফিরে পেতে চেষ্টার কমতি রাখেননি। তবে কোন কিছুতেই ফল মিলছিল না। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে যখন ফিরে পেলেন তখন ভাঙলেন একের পর এক রেকর্ড।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নামার সাথে সাথে বাংলাদেশের হয়ে খেলা সাকিব আল হাসানের ২০৬ ম্যাচের রেকর্ড স্পর্শ করেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২১৮ ম্যাচ খেলেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। ২০৪ ইনিংসে ব্যাট করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। খেলতে নামার আগে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করার জন্য তামিমের প্রয়োজন ছিল ৮৪ রান।

এছাড়া বিশ্বের দ্রুততম ৭ হাজার রান সংগ্রাহকের তালিকায় ১৯ নম্বরে নাম লিখানো ছাড়াও বিশ্বের ৪০তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান করলেন  তামিম ইকবাল। বিশ্বের দ্রুততম ৭ হাজার রান করার তালিকায় থাকা হাশিম আমলা খেলেছেন ১৫০ ইনিংস।

জিম্বাবুয়ের সাথে খেলতে নেমে এ রেকর্ড স্পর্শ করার পাশাপাশি ক্যারিয়ারের ১২তম শতকও তুলে নিয়েছেন তামিম, যা ‍বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। 

আজকের ম্যাচে ২০ চার ও ৩ ছক্কার সাহায্যে ১৩৬ বলে ১৫৮ রান করেন তামিম ইকবাল, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ১৫৪ রান নিয়ে সবার উপরে ছিলেন তামিম নিজেই।

জিম্বাবুইয়ানদের বিপক্ষে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন সাকিব আল হাসান। তিনি করেছিলেন ৪২ ইনিংসে ১৪০৪ রান। তবে জিম্বাবুইয়ানদের বিপক্ষে ১৫৮ রানের ইনিংস খেলে সাকিবকে টপকে গেলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের সংগ্রহ এখন ১৫৫৬ রান।



শেয়ার করুন :


আরও পড়ুন

৭ হাজারে ১৯তম দ্রুত তামিম ইকবাল

৭ হাজারে ১৯তম দ্রুত তামিম ইকবাল

৫৮৩ দিন পর তামিমের ব্যাটে ওয়ানডে সেঞ্চুরি

৫৮৩ দিন পর তামিমের ব্যাটে ওয়ানডে সেঞ্চুরি

সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

শ্রীলঙ্কা সফরে করমর্দন করবে না ইংল্যান্ড ক্রিকেটাররা

শ্রীলঙ্কা সফরে করমর্দন করবে না ইংল্যান্ড ক্রিকেটাররা