জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। ২০৪ ইনিংসে ব্যাট করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
দীর্ঘদিন ধরে তার অফ ফর্ম নিয়ে চিন্তিত বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো শুরু করেও শেষ করতে পারেননি তামিম। তবে ২য় ওয়ানডেতে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। ৬৯১৪ রান নিয়ে ব্যাট করতে নামেন তামিম। ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করার জন্য তামিমের প্রয়োজন ছিল ৮৪ রান।
বিশ্বের দ্রুততম ৭ হাজার রান সংগ্রাহকের তালিকয় ১৯ নম্বরে তামিম ইকবাল ও বিশ্বের ৪০তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার করেন তিনি। বিশ্বের দ্রুততম ৭ হাজার রান করেন হাশিম আমলা, খেলেছেন ১৫০ ইনিংস। জিম্বাবুয়ের সাথে খেলতে নেমে এই রেকর্ড স্পর্শ করার পাশাপাশি ক্যারিয়ারের ১২ তম শতকও তুলে নেন। শেষ পর্যন্ত ১৩৬ বলে ক্যারিয়ার সেরা ১৫৮ রানের িইনিংস খেলেন।
তামিমের ১ থেকে ৭ হাজার
১ থেকে ২ হাজার—৩৩ ইনিংস
২ থেকে ৩ হাজার – ৩২ ইনিংস
৩ থেকে ৪ হাজার – ৩৫ ইনিংস
৪ থেকে ৫ হাজার – ২১ ইনিংস
৫ থেকে ৬ হাজার – ১৭ ইনিংস
৬ থেকে ৭ হাজার—২৯ ইনিংস
বিশ্বের দ্রুততম ৭ হাজার রান সংগ্রাহকের সেরা পাঁচ
হাশিম আমলা -১৫০ ইনিংস
বিরাট কোহলি - ১৬১ ইনিংস
এবি ডি ভিলিয়ার্স - ১৬৬ ইনিংস
সৌরভ গাঙ্গুলি - ১৭৪ ইনিংস
রোহিত শর্মা - ১৮১ ইনিংস।