৫৮৩ দিন পর তামিমের ব্যাটে ওয়ানডে সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৩ মার্চ ২০২০
৫৮৩ দিন পর তামিমের ব্যাটে ওয়ানডে সেঞ্চুরি

টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালের ২৮ জুলাই। এরপর কেটে গেছে ১ বছর ৮ মাস ৪ দিন। টাইগার ওপেনার তামিমের ব্যাটে দেখা যায়নি আর কোন সেঞ্চুরি। অবশেষে দীর্ঘ ৫৮৩ দিন পর সফররত জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০৬ বলে এ সেঞ্চুরি পূরণ করেন তামিম। ক্যারিয়ারের এটি ১২তম ওয়ানডে সেঞ্চুরি।

২০১৮ সালের ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চরি হাঁকিয়েছেলিন তামিম ইকবাল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তামিম ইকবালের ইনিংসগুলো ছিল ১৩০*, ৫৪ ও ১০৩ রানের। তিন ম্যাচে তামিমের ২৮৭ রান ছিল বাংলাদেশের পক্ষে নির্দিষ্ট কোনো সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ২০১৮ সালে ২৮ জুলাইয়ে পর আবারও তিন অঙ্কে পৌঁছালেন তামিম ইকবাল। দীর্ঘ এ সময়ে ২৩ ইনিংসে পাঁচটি ফিফটি করলেও সেঞ্চুরির দেখা পাননি টাইগারদের এ ড্যাশিং ওপেনার। তবে এর মধ্যে দুইবার ৮০ রানে পৌছছেও দেখা পাননি সেঞ্চুরি।

দীর্ঘ দিন পর সেঞ্চুরির দেখা পাওয়ার ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। তা হলো প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ম্যাচে ৭ হাজার রানের রেকর্ড স্পর্শ করেছেন তামিম ইকবাল।

ওয়ানডে ক্রিকেটে ছাড়াও টেস্ট ক্রিকেটে ৯টি সেঞ্চুরি ও ২৭ হাফসেঞ্চুরি রয়েছে তামিম ইকবালের। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১টি সেঞ্চুরিসহ ৭টি হাফসেঞ্চুরি রয়েছে তার।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছেন তামিম

নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছেন তামিম

সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

মুশফিক-তামিমের মধ্যে চলে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা

মুশফিক-তামিমের মধ্যে চলে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা

ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল

ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল