সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৩ মার্চ ২০২০
সাকিবকে স্পর্শ করলেন তামিম ইকবাল

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার ক্ষেত্রে সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করলেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই সাকিবকে স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান এখন (নিষিদ্ধ হওয়া আগ পর্যন্ত) পর্যন্ত ২০৬টি ম্যাচ খেলেছেন। সেখানে তামিম খেলেছিলন ২০৫টি। তবে আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে সাকিবের সমান হলেন তামিম।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন টাইগারদের সাবেক মুশফিকুর রহিম, ২১৭টি। তবে আজকের ম্যাচ দিয়ে তার নামের যোগ হলো আরও একটি ম্যাচ, ২১৮টি। তার পেছনেই ছুটছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজকের ম্যাচ দিয়ে তিনি খেলেছেন ২১৭টি ম্যাচ।
sportsmail24
জুয়ারির তথ্য গোপন করে এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছে সাকিব আল হাসান

বাংলাদেশের হয়ে এ চারজনই ২শ বা তার বেশি ম্যাচ খেলেছেন। পঞ্চপান্ডবের অন্যজন মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ১৮৬টি ওয়ানডে ম্যাচ। তালিকার পঞ্চমস্থানে রয়েছেন তিনি।

দেশের হয়ে ওয়ানডে খেলা শীর্ষ পাঁচ টাইগার
১. মুশফিকুর রহিম- ২১৮
২. মাশরাফি বিন মর্তুজা- ২১৭
৩. সাকিব আল হাসান- ২০৬
৪. তামিম ইকবাল- ২০৬
৫. মাহমুদউল্লাহ রিয়াদ- ১৮৬।



শেয়ার করুন :


আরও পড়ুন

‘সাংবাদিকরা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছেন’

‘সাংবাদিকরা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছেন’

দুই উইকেটে মাশরাফির দুই রেকর্ড

দুই উইকেটে মাশরাফির দুই রেকর্ড

নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছেন তামিম

নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছেন তামিম

মুশফিক-তামিমের মধ্যে চলে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা

মুশফিক-তামিমের মধ্যে চলে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা