জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ম্যাচেও টস জিতে ৩২১ রানের স্কোর গড়ে রেকর্ড রান জয় পেয়েছে বাংলাদেশ।
এদিকে পাকিস্তান সফরে না গেলে টাইগার দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে জিম্বাবুয়ের বিপক্ষে আর খেলানো হবে না- এমন শঙ্কার মধ্যেও তাকে একাদশে রাখা হয়েছে। এছাড়াও গত ম্যাচ থেকে এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলা টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিন ও পেসার মোস্তাফিজকে দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন সাইফুল ইসলাম ও আল-আমিন হোসেন।
বাংলাদেশ ছাড়াও জিম্বাবুয়ের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশের ফিরেছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস এবং জায়গা পেয়েছেন চার্লটন শুমা। তাদের জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন চামু চিভাভা ও ক্রিস এমপোফু।
তিন ম্যাচ সিরেজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফুল ইসলাম ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড তিরিপানো, ওয়েসলি মাধেভেরে, কার্ল মুম্বা, চার্লটন শুমা।