নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৩ মার্চ ২০২০
নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছেন তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি মনে করেন দলের সিনিয়র ব্যাটসম্যান তামিম ইকবাল নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছিলেন। কারণ সবাই তার কাছ থেকে ধীর স্থির ব্যাটিংয়ের পরিবর্তে মারমুখি ব্যাটিং দেখতে চায়। যে কারণে তাকে নিয়ে সমালোচনায় মেতেছিল।

দিন শেষে তার ধীরস্থির ব্যাটিং কাজে আসেনি। আধুনিক ক্রিকেটের সঙ্গেও এটি মানানসই নয়। টাইগার দলের এই ওপেনারকে নিয়ে বিভিন্ন মহলের সমালোচনাকেও সে গুরুত্বসহকারে নিয়েছে। যে কারণে সে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারেনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৬৯ রানের রেকর্ড ব্যবধানে জয় পেলেও ঐ ম্যাচে তামিম ৪৩ বল মোকাবেলায় সংগ্রহ করেছেন মাত্র ২৪ রান। অথচ ঐ পিচকে ব্যাটিং স্বর্গ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। লিটন দাসের ব্যাটিং দৃঢ়তা না থাকলে তার ঐ ধীর ব্যাটিং বাংলাদেশকে ভোগাতে পারতো।

ম্যাকেঞ্জির মতে, এই উইকেটে তামিম আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারতেন। কিন্তু কয়েকটি বাউন্ডারি মারতে ব্যর্থ হওয়ার পর তিনি সম্ভবত সেটি করতে পারেননি। তামিম হয়তো সমালোচনা নিয়ে বেশি চিন্তিত ছিলেন। যা তাকে চাপের ফেলেছে এবং এর প্রতিফলন ঘটেছে তার ব্যাটিংয়ে।'

sportsmail24

টাইগার দলের পারমর্শক বলেন, ‘আপনি যদি মনে করেন সে একটি ভুল করে ফেলেছে। তামিমের অতীত ভূমিকা জানার কারণে মনে করেন সে ব্যর্থ হয়েছে এসব ভেবে সে নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছিল। তবে এটি এতটাই সহজ উইকেট ছিল যেখানে সাফল্য পেতে তার দারুণ সুযোগ ছিল। সম্ভবত সে একটি বা দুটি বলে হাত খুলে মারার চেষ্টা করেছিল। কিন্তু সে যদি এক বা দুটি বাউন্ডারি মারতে না পারতো তাহলে আপনারা তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠতেন।’

তবে ম্যাকেঞ্জি মনে করেন না ধীরগতির ব্যাটিং দিয়ে তামিম আগাতে পারবেন। তিনি বলেন, ‘আমি জানি সে মাত্রই ফিরে এসেছে। একবার তার অতীত রেকর্ডের তাকান সে একজন প্রথম শ্রেণির খেলোয়াড়। দিনের পর দিন ধীরগতির খেলা তার জন্য কঠিন শাস্তির মত। তামিম কত রান করেছে আমরা সেটা জানি। আপনারাও জানেন সে কতটা মানসম্পন্ন খেলোয়াড়। কিছুদিনের জন্য সে হয়তো খেলার বাইরে ছিল। তবে এখন তাকে রানের জন্য মরিয়া বলেই মনে হচ্ছে।’

সব সময় বলা হয় তামিমকে শেষ অবদি দলের ভুমিকা রাখতে হবে। যে কারণে তিনি উইকেট বাঁচিয়ে রাখার জন্য ধীরগতির খেলার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছেন। তবে ম্যাকেঞ্জি সেটিকে প্রত্যাখ্যান করে বলেছেন, কোন খেলোয়াড়কেই কোন দায়িত্ব ঠিক করে দেয়া হয় না।

তিনি বলেন,‘ ম্যাচ পরিকল্পনা কি হবে সেটি আমরা জানি। সে নিজেও সেটি জানে। এখানে আমরা কেউ স্কুলের শিক্ষক নই। কাউকে বলতে পারি না এটি শিখতে হবে। এটি করতে হবে। আমরা শুধু আমাদের অভিমত ব্যক্ত করি। আমাদের ভাবনার কথা জানাই এবং কৌশলগত উপদেশ দিয়ে থাকি। আর মাঠে এসব পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব থাকে খেলোয়াড়দের উপর। আমরা তরুণদের কথা বলছি না। বলছি সিনিয়র খেলোয়াড়দের কথা।’



শেয়ার করুন :


আরও পড়ুন

চার বিশ্বকাপের তিনটিতেই বাংলাদেশের প্রাপ্তি শূন্য

চার বিশ্বকাপের তিনটিতেই বাংলাদেশের প্রাপ্তি শূন্য

শ্রীলঙ্কা সফরে করমর্দন করবে না ইংল্যান্ড ক্রিকেটাররা

শ্রীলঙ্কা সফরে করমর্দন করবে না ইংল্যান্ড ক্রিকেটাররা

উইলিয়ামসে ফেরার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

উইলিয়ামসে ফেরার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

বাংলাদেশের লক্ষ্য সিরিজ, জিম্বাবুয়ের প্রত্যাশা জয়

বাংলাদেশের লক্ষ্য সিরিজ, জিম্বাবুয়ের প্রত্যাশা জয়