উইলিয়ামসে ফেরার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ০৩ মার্চ ২০২০
উইলিয়ামসে ফেরার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

সন্তানসম্ভবা স্ত্রীর কাছে থাকার পর বাংলাদেশ সিরিজের জিম্বাবুয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র ক্রিকেটার শন উইলিয়ামস। তার এ প্রত্যাবর্তন স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফেরার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। এর আগে হেরে যাওয়া একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডেতে আফ্রিকার দলটিতে ছিলেন না উইলিয়ামস।

আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হলো জিম্বাবুয়ের জন্য বাঁচা-মরার লড়াই। কারণ, প্রথম ম্যাচ হেরে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার দেশটি। এ ম্যাচ হারলে সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে যাবে।

সেরা ব্যাটসম্যান উইলিয়ামসের প্রত্যাবর্তনে ক্রেগ আরভিনকে সঙ্গে নিয়ে দলটি সেরা ম্যাচ উপহার দেওয়ার আশা করছে। উইলিয়ামসও বলেছেন, দলকে লড়াইয়ে ফেরাতে হলে সিনিয়র সদস্যদেরই দায়িত্ব নিতে হবে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে উইলিয়ামস সোমবার বলেন, ‘১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় ছেলেদের মানসিকভাবে শক্ত থাকা কঠিন। সবদিক থেকেই গত ম্যাচে পারফরমেন্স ছিল হতাশাজনক। তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নতুন ম্যাচের জন্য পরিকল্পনা করা খুব জরুরি।’

তিনি আরও বলেন, ‘আশা করি আমার উপস্থিতি দলে কিছুটা সাহস ও প্রশান্তি আনতে পারবে। ক্রেইগ আরভিনও দলে আছে। সেও খেলতে প্রস্তুত। আমি মনে করি, দীর্ঘ সময়ের জন্য ভালো সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজার মত খেলোয়াড়রা দলে বড় ভূমিকা পালন করে। তাদের জ্বলে উঠা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আশা করি দলকে আমিও কিছুটা শক্তির যোগান দিতে পারব।’

উইলিয়ামসের মতে জিম্বাবুয়ের খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারেনি। সবদিক থেকেই এগিয়ে ছিল স্বাগতিক দলের খেলোয়াড়রা। মানসিক বাধা অতিক্রম করে হাফ-সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন উইলিয়ামস। যাতে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে ফেলা সম্ভব হয়।

জিম্বাবুয়ের এ তারকা ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি না এটি ছেলেদের মানসিকতার বাধা। আমি মনে করি সাধারণ একটি চিন্তা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে বেশি করা। আমার মনে হয় ৫০ বা ৬০ রান করার পরেই ছেলেরা মাঠ ছাড়ার জন্য ছটফট করে। অপরদিকে আমাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যামনরা শতক হাঁকিয়ে যাচ্ছে। আমার মতে সেঞ্চুরি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে।’

দ্বিতীয় ম্যাচের আগে কৌশলগত কিছু বিষয়েরও পরিবর্তন দরকার বলে মনে করেন উইলিয়ামস। বলেন, ‘সেখানে কিছু কৌশলগত বিষয় রয়েছে। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় ব্যাকফুটে খেলতে গিয়ে আউট হয়েছেন। ক্রিজ থেকে এগিয়ে আসা এবং সামনে এগিয়ে খেলাটা একটা বড় বিষয়। পরবর্তী ধাপ হচ্ছে সেটা বাস্তবায়ন করা। খেলার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের লক্ষ্য সিরিজ, জিম্বাবুয়ের প্রত্যাশা জয়

বাংলাদেশের লক্ষ্য সিরিজ, জিম্বাবুয়ের প্রত্যাশা জয়

দুই উইকেটে মাশরাফির দুই রেকর্ড

দুই উইকেটে মাশরাফির দুই রেকর্ড

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

চতুর্থ টাইগার হিসেবে নতুন ক্লাবে মাহমুদউল্লাহ

চতুর্থ টাইগার হিসেবে নতুন ক্লাবে মাহমুদউল্লাহ