দুই উইকেটে মাশরাফির দুই রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০১ মার্চ ২০২০
দুই উইকেটে মাশরাফির দুই রেকর্ড

ছবি : বিসিবি

বিশ্বকাপের পর দীর্ঘ আট মাস পর মাঠে ফিরলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাঠে ফিরেই সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দুই উইকেট শিকার করেছেন তিনি। আর এ দুটি উইকেটে মাশরাফি স্পর্শ করলেন দুটি রেকর্ড।

ক্রিকেট ক্যারিয়ারে ‘৭০০’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ৩৫ রানে ২ উইকেট নিয়ে এ রেকর্ড স্পর্শ করেন মাশরাফি।

জিম্বাবুয়ের ইনিংসের নবম ও নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রতিপক্ষের অধিনায়ক চামু চিবাবাকে আউট করে ম্যাচে প্রথম উইকেট নেন মাশরাফি। ফলে ক্রিকেট ক্যারিয়ারে তার শিকার সংখ্যা দাঁড়ায় ‘৬৯৯’তে। এরপর জিম্বাবুয়ে ইনিংসের শেষ উইকেট হিসেবে তিনোতেন্ডা মুতোমবদজিকে থামিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন তিনি। ‘৭০০’ উইকেট পূর্ণ করেন ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।

শুধু তাই নয়, আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি। যা এর আগে মাত্র চারজন ক্রিকেটার এ রেকর্ড গড়তে পেরেছেন। বিশ্বে পঞ্চম ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়েন তিনি। আর তা হলো অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট শিকার।

জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগে অধিনায়ক হিসেবে ৯৮টি উইকেট শিকার করেছিলেন এ টাইগার অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচে দুটি উইকেট নিয়ে সেই মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আগে এ রেকর্ড গড়েন মাত্র চারজন। তারা হলেন- পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ইমরান খান, দক্ষিণ আফ্রিকার শন পোলক ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

এদিকে পাঁচজনের মধ্যে মাশরাফিই সবচেয়ে নবীন এবং কম উইকেট শিকার করেছেন। ওয়াসিম আকরাম ১৫৮, ইমরান খান ১৩১, শন পোলক ১৩৪ এবং জেসন হোল্ডার ১০১টি উইকেট শিকার করেছেন। সেক্ষেত্রে মাশরাফির সামনে জেসন হোল্ডারকে ছাড়িয়ে যাওয়া সুযোগ রয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

‘সাংবাদিকরা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছেন’

‘সাংবাদিকরা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছেন’

বিসিবি চাইলে পাকিস্তানে যেতে রাজি মাশরাফি

বিসিবি চাইলে পাকিস্তানে যেতে রাজি মাশরাফি

মাশরাফির বিষয়ে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত : পাপন

মাশরাফির বিষয়ে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত : পাপন

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি