চতুর্থ টাইগার হিসেবে নতুন ক্লাবে মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ পিএম, ০১ মার্চ ২০২০
চতুর্থ টাইগার হিসেবে নতুন ক্লাবে মাহমুদউল্লাহ

ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের ক্লাবের সদস্য হলেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রোববার ৩২ রান করে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এ ক্লাবে প্রবেশ করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে ওয়ানডে ক্রিকেটে মাহমুদউল্লাহ পরিসংখ্যান ছিল ১৮৫ ম্যাচের ১৬০ ইনিংসে ৩৯৯৪ রান। ফলে ৪ হাজারি ক্লাবে প্রবেশ করতে তার দরকার ছিল মাত্র ৬ রান।

বাংলাদেশ ইনিংসে ৩৪তম ওভারে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে যান মাহমুদউল্লাহ। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুয়ের অফ-স্পিনার ওয়েসলি মাধভেরেকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মাহমুদউল্লাহ।

চার হাজার রানের ক্লাবে প্রবেশ করে শেষ পর্যন্ত ২৮ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেন তিনি। মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের পক্ষে ৪ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

তামিম ইকবাল ৬৯১৬, সাকিব আল হাসান ৬৩২৩ ও মুশফিক রহিম ৬১১৯ রান করেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহ বাদ নয়, বিশ্রামে : নান্নু

মাহমুদউল্লাহ বাদ নয়, বিশ্রামে : নান্নু

নিজেদের আরও ভালো দাবি মাহমুদউল্লাহর

নিজেদের আরও ভালো দাবি মাহমুদউল্লাহর

‘সাংবাদিকরা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছেন’

‘সাংবাদিকরা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছেন’

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে