ফিরলেন মাশরাফি, একাদশে পাঁচ পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ পিএম, ০১ মার্চ ২০২০
ফিরলেন মাশরাফি, একাদশে পাঁচ পরিবর্তন

ছবি : বিসিবি, ফাইল ছবি

বিশ্বকাপের পর দেশের জার্সি গায়ে মাঠে নামা হয়নি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগ মুহূর্তে ইনজুরি পড়েছিলেন তিনি। মাশরাফি ছাড়াও শ্রীলঙ্কা সফরে খেলা চার ক্রিকেটা নেই জিম্বাবুয়ের বিপক্ষে।

দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজে যে টাইগাার একাদশে একধিক পরিবর্তন হবে তা আগেই জানা ছিল। কারণ, সাত মাস আগে শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে ম্যাচে খেলা চার ক্রিকেটার স্কোয়াডেই জায়গা পাননি। এছাড়া সর্বশেষ পেসার শফিউল ইসলামের বাদ পড়া নিশ্চিত হয়েছে খেলা শুরু হওয়ার আগেই।

শ্রীলঙ্কা সফরে না খেলা মাশরাফির সাথে একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের সাথে রয়েছেন ওই সিরিজের শেষ ম্যাচে জায়গা হারানো বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

এছাড়া ব্যাটিং লাইনআপে সবশেষ ম্যাচের ওপেনার এনামুল হক বিজয়ের জায়গায় লিটন দাস এবং সৌম্য সরকারের পরিবর্তে একাদশে এসেছেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), তামিম ইকবার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবি চাইলে পাকিস্তানে যেতে রাজি মাশরাফি

বিসিবি চাইলে পাকিস্তানে যেতে রাজি মাশরাফি

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

জিম্বাবুয়েকে টানা চতুর্থ হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

জিম্বাবুয়েকে টানা চতুর্থ হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

ভয়হীন সাইফুদ্দিন স্মরণীয় করতে চান প্রত্যাবর্তন

ভয়হীন সাইফুদ্দিন স্মরণীয় করতে চান প্রত্যাবর্তন