জিম্বাবুয়েকে টানা চতুর্থ হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ এএম, ০১ মার্চ ২০২০
জিম্বাবুয়েকে টানা চতুর্থ হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করার লক্ষ্য নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (রোবাবর) দুপুর একটায় সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল।

জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্বাদ কেমন তা শুধুমাত্র বর্তমান টাইগার দলের চার খেলোয়াড়- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাই জানেন। ২০১৩ সালে বুলাওয়েতে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। মাশরাফি ছাড়া সেই দলে এ তিন সদস্যই ছিলেন। দলের বাকি সদস্যদের ওই সময় অভিষেক হয়নি।

ওই সিরিজের পর জিম্বাবুয়ের সাথে ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রত্যকটিই ছিল দেশের মাটিতে। প্রথমটি ছিল ২০১৪ সালে মাশরাফির নেতৃত্বে। পাঁচ ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

সিরিজ জয় দিয়ে নিজেদের ক্রিকেটে নতুন জাগরণের শুরু করেছিল বাংলাদেশ। এরপর থেকেই ক্রিকেট বিশ্বে অন্যরুপে আবির্ভুত হয় টাইগাররা। এরপর ২০১৫ ও ২০১৮ সালে দু’বার তিন ম্যাচের দ্বিপাক্ষীক সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। আর ২০১৮ সালে শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের দু’ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল টাইগাররা।

এর মাঝে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও কিছু টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ে। তবে ওয়ানডে ফরম্যাটে অবিচল ছিল বাংলাদেশ। অন্য দুই ফরম্যাটের চেয়ে ওয়ানডে ভার্সন বাংলাদেশকে বিশ্ব পর্যায়ে উঁচু স্থানে রয়েছে। তারপরও ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে। ওয়ানডে সিরিজের আগে এক ম্যাচের টেস্ট বড় জয় পেয়েছে টাইগাররা। ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসী হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে মাশরাফি বলেন, ‘আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়েই আছি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলই দুর্বল নয়। তারা আমাদের হারাতে পারে এবং সম্প্রতি তারা অন্য দুই ফরম্যাটে আমাদের হারিয়েছে। তাই আপনি কোন কিছুই নিয়েই নিশ্চিত হতে পারেন না।’

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৭২বার মুখোমুুখি হয়েছে। বিশ্বের যেকোন দলের চেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বেশি ম্যাচ খেলেছে টাইগাররা। ৭২ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৪টি জয় রয়েছে। বিপরীতে ২৮টিতে জিতেছে জিম্বাবুয়ে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভয়হীন সাইফুদ্দিন স্মরণীয় করতে চান প্রত্যাবর্তন

ভয়হীন সাইফুদ্দিন স্মরণীয় করতে চান প্রত্যাবর্তন

‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে না পারা হবে ব্যর্থতা’

‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে না পারা হবে ব্যর্থতা’

বিশ্বকাপজয়ীদের পারফরমেন্সে মুগ্ধ ভেট্টোরি, দিলেন পরামর্শ

বিশ্বকাপজয়ীদের পারফরমেন্সে মুগ্ধ ভেট্টোরি, দিলেন পরামর্শ

চমক দেখিয়েও হার, বাংলাদেশের বিদায়

চমক দেখিয়েও হার, বাংলাদেশের বিদায়