‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে না পারা হবে ব্যর্থতা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০
‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে না পারা হবে ব্যর্থতা’

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। এবার সিলেটের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল, যা শুরু হবে ১ মার্চ।

ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চান ফাস্ট বোলার আল-আমিন হোসেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে না পারলে সেটা বাংলাদেশ দলের ব্যর্থতা হলেও মনে করেন তিনি।

টেস্টে না খেললেও ওয়ানডে দলে রয়েছেন টাইগারদের পেসার আল-আমিন। তিনি বলেন, ‘যেভাবে দল খেলছে, তাতে আমাদের উচিৎ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা। না পারলে সেটা আমাদের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে।’

বিশ্বকাপের পর থেকে টাইগার দলের পারফরমেন্সের গ্রাফটা বেশ নিম্নমুখী। তবে খুব সহজেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয় ক্রিকেটের জন্য একটা স্বস্তি এনে দিয়েছে। তবে আল-আমিন মনে করেন জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ করলেই সাম্প্রতিক সময়ের বাজে পারফরমেন্স ঢেকে যাবে না। তবে এটা ভবিষ্যতের জন্য দলের আত্মবিশ্বাস বাড়াবে।

তিনি বলেন, ‘বিষয়টা এমন নয় যে, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলেই অতীতের খারাপ পারফরমেন্স মুছে যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের জিততে হবে এবং সফরকারীরাও নিশ্চই পরাজিত হতে এখানে আসেনি। যেহেতু আমাদের সময়টা ভাল যাচ্ছে না, তাই বড় একটা জয় আমাদের জন্য ভালো কিছু হবে।’

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাটা কোন সন্তোসজনক কারণ হবে কি না- জানতে চাইলে আল-আমিন বলেন, ‘র‌্যাংকিং অনুযায়ী জিম্বাবুয়ের চেয়ে আমরা খুব বেশি এগিয়ে নেই। হতে পারে তারা ১০ অথবা ১১ নম্বরে, আমরা ৮ অথবা ৯ নম্বরের দল।’

ব্যাটসম্যানদের পারফরমেন্স সবসময়ই বোলারদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানান আল-আমিন। বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছি। সব মিলিয়ে আমাদের ব্যাটিং ছিল খুবই খারাপ। যে কারণে বোলার হিসেবে আমরা লড়াই করতে পারিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে এবং একইভাবে বোলিংও ভালো ছিল। আশা করছি ব্যাটসম্যানরা এ ফর্মটা ওয়ানডে সিরিজেও অব্যাহত রাখবে।’

বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মর্তুজা এবং তিনি দলকে নেতৃত্ব দেবেন। অনেকের ধারণা মাশরাফির হয়তো এটাই শেষ সিরিজ। তবে আল-আমিনের মতে, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফিকে সম্মান জানানোর কিছু নেই।

টাইগারদের এ পেসার বলেন, ‘আমাদের ক্রিকেটে মাশরাফির অবদান অনেক। তিনি এমন একজন অধিনায়ক যিনি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পারেন।’



শেয়ার করুন :


আরও পড়ুন

নানা বদলে টাইগারদের ওয়ানডে দল, ফিরলেন মাশরাফি

নানা বদলে টাইগারদের ওয়ানডে দল, ফিরলেন মাশরাফি

বিশ্বকাপজয়ীদের পারফরমেন্সে মুগ্ধ ভেট্টোরি, দিলেন পরামর্শ

বিশ্বকাপজয়ীদের পারফরমেন্সে মুগ্ধ ভেট্টোরি, দিলেন পরামর্শ

আত্মবিশ্বাস ফিরে পেলেও স্বস্তি মানতে নারাজ মমিনুল

আত্মবিশ্বাস ফিরে পেলেও স্বস্তি মানতে নারাজ মমিনুল

বদলে যাওয়ার নেপথ্যের রহস্য জানালেন শান্ত

বদলে যাওয়ার নেপথ্যের রহস্য জানালেন শান্ত