মাশরাফির বিষয়ে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত : পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০
মাশরাফির বিষয়ে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত : পাপন

টাইগারদের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজা থাকবেন কি থাকবেন তা এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পাপন বলেন, সবসময় একটা কথা বলে এসেছি, সাকিবের মতো প্লেয়ার আমাদের বিকল্প নেই। মাশরাফির মতো অধিনায়কও কিন্তু আমাদের কাছে বিকল্প নেই, এটাই সত্য। মাশরাফির ব্যাপারটা আগের থেকে পরিবর্তন হচ্ছে। আগে ধরেন, বিপ টেস্ট পাস করার ব্যাপার ছিল না, এখন এটা চালু করেছি। স্বাভাবিকভাবেই বিপ টেস্টে মাশরাফি পাস নাও করতে পারে। এটাও একটা কারণ হতে পারে।

তিনি বলেন, এখন বিপ টেস্ট পাস না করতে পারলে বাদ দিতে (মাশরাফিকে) হবে। পাশাপাশি আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, বাংলাদেশ ক্রিকেট আজকের যে জায়গায় এসেছিল সেখানে মাশরাফির অবদান অস্বীকার করার উপায় নেই। ওর নেতৃত্ব ছিল ফ্যান্টাবুলাস, এটা মাথায় রাখতে হবে। একটা সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে, ও (মাশরাফি) আর কতদিন খেলবে। এখানে অনেক ইস্যু আছে।

বিসিবি প্রধান বলেন, আমার ধারণা মাশরাফি নিশ্চিতভাবেই এ সিরিজে (জিম্বাবুয়ের বিপক্ষে) থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আমার ধারণা। আনটিল সে যদি ফিট না হয় সেটা ভিন্ন কথা। ওর জন্য অতটা কড়াকড়ি করতে যাচ্ছি না। তবে খুব শীঘ্রই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।

নাজমুল হাসান পাপন বলেন, সামনে যে বিশ্বকাপ আছে হঠাৎ করে আগ মুহূর্তে আমরা নতুন কোনো অধিনায়ক নিয়ে খেলব না।সেটার জন্য আমরা টিম ও অধিনায়ক দুই বছর আগেই করে ফেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। খুব শীঘ্রই এ সিদ্ধান্ত নিতে হবে। এক মাসের মধ্যে এ ব্যাপারে ক্লিয়ার কাট সিদ্ধান্ত দিতে পারব। এ সিরিজটা পর্যন্ত আমরা অপেক্ষা করব, এরপর সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, অবসরের সিদ্ধান্তটা ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমরা জানি, নামিদামি খেলোয়াড় যারা আছে তারা পরিকল্পনা করে বলে যে, এখন আমার সময় এসেছে অবসরে যাওয়ার। এবং সেখানটায় আমাদের ইচ্ছা ছিল ও যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা অনুষ্ঠান করে ভালোভাবে বিদায় দেব।

মাশরাফির অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ও খেলতে চাইলে খেলতে পারে কিন্তু আমি এখন অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন। আমরা যদি নতুন অধিনায়ক ঘোষণা করি এবং মাশরাফি যদি নিজের পারফরম্যান্সে দলে ঢুকতে পারে তাহলে ঢুকবে, এটা কারো জন্যই তো বাধা নয়। কিন্তু অধিনায়কের বিষয়টা আমরা মাসখানেকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিদায়

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিদায়

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

মাশরাফিকে নিয়ে যা বললেন মাসাকাদজা

মাশরাফিকে নিয়ে যা বললেন মাসাকাদজা