আইসিসির সেরা একাদশের নেতৃত্বে বাংলাদেশের আকবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০
আইসিসির সেরা একাদশের নেতৃত্বে বাংলাদেশের আকবর

ছবি : আইসিসি

ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে শিরোপা জয় করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্ট শেষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশের দলপতি আকবর আলি।

একাদশে দুই ফাইনালিস্ট ভারত-বাংলাদেশের সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় রয়েছেন। আকবর ছাড়াও বাংলাদেশের অন্য দুই খেলোয়াড় হলেন- মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন। এছাড়া ভারতের যশস্বী জয়সয়াল, রবি বিশনোই, কার্তিক তিয়াগি একাদশে জায়গা করে নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দু’জন করে এবং শ্রীলঙ্কার একজন খেলোয়াড় রয়েছে অনূর্ধ্ব-১৯র বিশ্বসেরা একাদশে। কানাডা থেকে সুযোগ মিলেছে দ্বাদশ খেলোয়াড়ের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেরা একাদশ
আকবর আলি (উইকেটরক্ষক-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রবীন্দ্রু রাসান্তা (শ্রীলঙ্কা), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহাদাত হোসেন (বাংলাদেশ), নাঈম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ ঘাফারি (আফগানিস্তান), রবি বিশনোই (ভারত), কার্তিক তিয়াগি (ভারত) ও জাদিন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)।

দ্বাদশ খেলোয়াড় : অখিল কুমার (কানাডা)।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বধ করে বিশ্বকাপ জিতলো বাংলাদেশ

ভারত বধ করে বিশ্বকাপ জিতলো বাংলাদেশ

জুনিয়রদের বিশ্বজয়ে সিনিয়রদের অভিনন্দন

জুনিয়রদের বিশ্বজয়ে সিনিয়রদের অভিনন্দন

টাইগার যুবাদের সংবর্ধনা দেবে সরকার

টাইগার যুবাদের সংবর্ধনা দেবে সরকার

যুবাদের বিশ্বকাপ জয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

যুবাদের বিশ্বকাপ জয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা