এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ বিভাগে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি করা খেলোয়াড় হলেন নেপালের টিনএজার কুশাল মাল্লা।
ওয়ানডে ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে বিশ্বকাপ লিগ ২-এ শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ৫১ বলে ৫০ রান করেন বাঁ-হাতি ব্যাটসম্যান মাল্লা।
এ ইনিংস দিয়ে মাল্লা তারই স্বতীর্থ রোহতি কুমার পডেলের রেকর্ড ভঙ করেছেন। গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৬ বছর ১৪৬ দিন বয়সে ৫৫ রান করে সর্বকনিষ্ঠ হিসেবে হাফ সেঞ্চুরি করেছিলেন রোহিত।
নেপালের হয়ে এর আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মাল্লা ওয়ানডেতে যেন ত্রাতা হয়ে মাঠে নামেন। ৪৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ধুকতে থাকা নেপালকে টেনে তোলেন টিনএজার এ ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত মাল্লার ব্যাটিং নৈপুণ্যে নেপাল ১৯০ রান করতে সক্ষম হয় ও ৩৫ রানে ম্যাচ জিতে নেয়।