বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশে টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০
বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশে টস জয়

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়াডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের যুবারা। প্রথমবারের মতো ফাইনালে উঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে বিভোর বাংলাদেশের যুবারা।

ছোটদের এ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টস জিতেছে বাংলাদেশের যুবারা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে টস হেরে প্রথমে ব্যাটি করছে ভারত।

এদিকে নিজেদের আগের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে একাদশে ডুক্ত হয়েছেন অভিষেক দাস। তবে অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।

টস জিতে বাংলাদেশের অধিনায়ক অধিনায়ক আকবর আলী বলেন, সকালের দিকে উইকেটে থাকা ময়েশ্চারের সুবিধা পাওয়া যায়। মূলত এ জন্যই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে টসের সিদ্ধান্ত নিয়ে খুব একটা ভাবছেন না বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ।

গতবছর যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারতের যুবারা। তবে সহজ সুযোগ পেয়েও শিরোপা জিততে পারেনি আকবর আলী দল বাংলাদেশ



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ জয়ের হাতছানিতে বাংলাদেশ

বিশ্বকাপ জয়ের হাতছানিতে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বোলারদের নৈপুণ্যে যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় জয়

বোলারদের নৈপুণ্যে যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় জয়