ভারতীয় ক্রিকেট দলের রান মেশিন বিরাট কোহলির ক্যারিয়ারে আরও একটি পালক যুক্ত হলো। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রানের দিক থেকে সৌরভ গাঙ্গুলিকে টপকে গেলেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে বুধবার (৫ ফেব্রুয়ারি) সেডন পার্কে প্রথম ওয়ানডেতে ৬১ বলে ৫১ রানের ইনিংস খেলে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
অধিনায়ক হিসেবে ৩১ বছর বয়সী কোহলির রান এখন ১২৩ ম্যাচে ৫ হাজার ১২৩। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসসিআই) সভাপতি গাঙ্গুলির রান ১৪৮ ম্যাচে ৫ হাজার ৮২।
ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ২১ সেঞ্চুরি ও ২৩ হাফ সেঞ্চুরিতে ৭৬.৪৬ গড়ে মাত্র ৮৭ ম্যাচে এ রান করেন কোহলি।
ওয়ানডে ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৬ হাজার ৬৪১ রানের মালিক মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ হাজার ২৩৯ রানের মালিক মোহাম্মদ আজহারউদ্দিন। সৌরভকে সরিয়ে দিয়ে তৃতীয় স্থানে উঠলেন কোহলি। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন ধোনি।
সব মিলিয়ে ক্রিকেটে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২৩০ ওয়ানডে ম্যাচে পন্টিং এর রান ৮ হাজার ৪৯৭।
ধোনির পর তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের স্টেফেন ফ্লেমিংয়ের রান ২১৮ ম্যাচে ৬ হাজার ২৮৫। ১৯৩ ম্যাচে ৫৬০৮ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।