কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চেয়ে মাশরাফির অনুরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ এএম, ১৩ জানুয়ারি ২০২০
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চেয়ে মাশরাফির অনুরোধ

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় ‍চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এটা কোন অভিমান থেকে নয়, নতুন খেলোয়াড়দের সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।

বোরবার (১২ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহীর সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।

পাপন বলেন, মিটিং শুরু হওয়ার আগে মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে। সেই ফোন করেছিল আমাকে। তার কথা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে বলেছে। সে খেলার মধ্যে আছে, কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। এ কারণে যে, তাহলে নতুন একজন সুযোগ পাবে।

তিনি আরও বলেন, ‘আমরা তার প্রস্তাব মেনে নিয়েছি। অতএব কেন্দ্রীয় চুক্তি যেটা আসছে ওটার মধ্যে হয়তো মাশরাফির নাম থাকছে না।’

এদিকে পাকিস্তান সফর হোক বা না ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ক্রিকটে দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ওই সিরিজে মাশরাফি খেলবেন কি না? সম্প্রতি এমন এক প্রশ্নে মাশরাফি জানান, তিনি খেলার মধ্যেই রয়েছে। খেলার জন্য তার দিক থেকে কোন সমস্যা নেই। তবে বোর্ড তাকে খেলাবে কি না সেটা বোর্ডের সিদ্ধান্ত।

অবসর প্রশ্নেও তিনি বলেন, অবসর নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি খেলার মধ্যে আছেন আরও কিছুদিন খেলে যেতে চান। সেটা জাতীয় দলের হয়ে না হলেও কোন সদস্যা নেই।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

মাশরাফির বাঁ-হাতে ১৪ সেলাই

মাশরাফির বাঁ-হাতে ১৪ সেলাই

পাকিস্তান সফরে ‌‘যেতেন’ মাশরাফি

পাকিস্তান সফরে ‌‘যেতেন’ মাশরাফি

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি