নিজ মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলছেন না সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। দুই ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
সম্প্রতি ভারত সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত হওয়া দল থেকে বাদ পড়া একমাত্র খেলোয়াড় অলরাউন্ডার হোল্ডার। তবে পারফমেন্সের জন্য বাদ দেওয়া হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ দল নির্বাচক রজার হার্পার বলেছেন, ‘গত এক বছরে অনেক বেশি কাজের চাপ বিবেচনায় হোল্ডারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সামনে একটি গুরুত্বপূর্ণ বছর থাকায় আমরা মনে করছি তাকে বিশ্রাম দেয়ার এটাই সেরা সুযোগ।’
৭ জানুয়ারি বারবাডোজের কেনসিংটন ওভালে প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডজ-আয়ারল্যান্ড। একই মাঠে ৯ জানুয়ারি দ্বিতীয় ও ১২ জানুয়ারি গ্রানাডায় অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সম সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দু’টি।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), সুনিল অ্যামব্রিস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, শিমরোন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।