ভারত সিরিজে দুভাগ্যই ডু প্লেসিসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
ভারত সিরিজে দুভাগ্যই ডু প্লেসিসের

ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে ও আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

ডারবানে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের পরে ডু প্লেসিসের ইনজুরি স্বাগতিকদের জন্য বড় দুঃসংবাদই বয়ে আনলো। ডারবানের ম্যাচেই ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করার পরে ডু প্লেসিস ইনজুরিতে আক্রান্ত হন। তার ব্যাটে ভর করে প্রোটিয়ারা ৮ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করেছিল। ভারত সহজেই সেই লক্ষ্য পুরণ করে ৬ উইকেটের জয় ছিনিয়ে নিয়ে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

প্রথম ওয়ানডে শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডু প্লেসিস বলেছিলেন, ‘আজ আমি আঙুলে ব্যাথা পেয়েছি। আশা করছি আগামী ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠতে পারব।’

তবে পরবর্তী পর্যবেক্ষণে তার আঙুলে চিড় ধরা পড়ে। যে কারণে আগামী তিন থেকে ছয় সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আর খেলা হচ্ছে না তার।

ওয়ানডেতে তার বদলি খেলোয়াড়ের নাম আগামীকাল (রোববার) ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যেই অবশ্য ফারহান বেহার্দিনকে দলে ডাকা হয়েছে। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনকে প্রথম পছন্দ কুইন্টন ডি ককের ব্যাক-আপ হিসেবে ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে।

আগামী ১ মার্চ থেকে ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টের আগে ফিট হয়ে ওঠাই এখন ডু প্লেসিসের সামনে মূল চ্যালেঞ্জ। এর আগে প্রথম তিন ওয়ানডের জন্য আঙুলের ইনজুরির কারণে দলের মূল ব্যাটিং স্তম্ভ এবি ডি ভিলিয়ার্সকে হারানো দক্ষিণ আফ্রিকা এখন সত্যিকার অর্থেই বেশ সমস্যার মধ্যে পড়লো।



শেয়ার করুন :


আরও পড়ুন

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক

চতুর্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ

চতুর্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ

এমন ‘স্বাদ’ গ্রহণে সানজামুল প্রঞ্চম

এমন ‘স্বাদ’ গ্রহণে সানজামুল প্রঞ্চম

নেইমারকে পেতে লড়াইয়ে রিয়াল-ম্যানইউ

নেইমারকে পেতে লড়াইয়ে রিয়াল-ম্যানইউ