বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি জানালো আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি জানালো আয়ারল্যান্ড

আর্থিক সঙ্কটের কারণে টেস্ট সিরিজ খেলতে অনাগ্রহ দেখালেও ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। এবার সেই ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করলো আয়ারল্যান্ড।

নতুন বছরের মে মাসে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে আয়ারল্যান্ড। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৪, ১৬ ও ১৯ মে।

বাংলাদেশের সাথে ১টি টেস্ট খেলার কথাও ছিল আয়ারল্যান্ডের। তবে আর্থিক সঙ্কটের কারণে তা বাতিল করেছে দেশটি। এছাড়া ওয়ানডের পর নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড।

তবে আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে বাংলাদেশ।

জানা গেছে, এ ক্ষেত্রে নিরপেক্ষ মাঠ হিসেবে ইংল্যান্ডের কোনো ভেন্যু বেছে নেওয়া হতে পারে। তবে ভেন্যু চূড়ান্ত না হওয়ায় টি-টোয়েন্টি সিরিজের সূচিও প্রকাশ করা হয়নি।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

যে কারণে পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ

যে কারণে পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক

মোস্তাফিজ-তাসকিনের জন্য একজনকে এগিয়ে আসতে হবে : রুশো

মোস্তাফিজ-তাসকিনের জন্য একজনকে এগিয়ে আসতে হবে : রুশো