দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরির পর বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদবের হ্যাটট্টিকে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানের বড় ব্যবধানে হারালো ভারত। একই সঙ্গে জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরলো বিরাট কোহলির দল।
বুধবার (১৮ ডিসেম্বর) বিশাখাপত্তমে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ভারতকে অসাধারণ সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত ও রাহুল। ২২২ বল মোকাবেলা করে ২২৭ রানের জুটি গড়েন তারা। ভারতের পক্ষে উদ্বোধনী জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান এটি।
দলকে অসাধারণ সূচনা এনে দেওয়ার পাশাপাশি রোহিত-রাহুল দু’জনই সেঞ্চুরির স্বাদ নেন। ওয়ানডে ক্যারিয়ারে রোহিত ২৮তম ও রাহুল তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। রোহিত ১৩৮ বলে ১৭টি চার ও ৫টি ছক্কায় ১৫৯ এবং রাহুল ১০৪ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০২ রান করেন।
তাদের বিদায়ের পর ভারতকে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছেন শ্রেয়াস আইয়ার ও ঋসভ পান্থ। আইয়ার ৩২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৩ রান করেন। পান্থের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩৯ রান। তার ইনিংসেও ৩টি চার ও ৪টি ছক্কা ছিল। ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল ৮৩ রানে ২ উইকেট নেন।
জবাবে ১১ ওভারে ৬১ রানের সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৮৬ রানের মধ্যে ৩ উইকেটের পতনও ঘটে তাদের। পরবর্তীতে চতুর্থ উইকেটে ১০৬ রানের জুটি গড়েন শাই হোপ ও নিকোলাস পুরান। ৭৫ রান করে ফিরেন পুরান। পুরানকে শিকারের পরের বলেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ডকেও শিকার করেন ভারতের পেসার মোহাম্মদ সামি।
৩৩তম ওভারের শেষ তিন বলে হোপ-জেসন হোল্ডার-আলজারি জোসেফকে শিকার করে হ্যাটট্টিক পূর্ণ করেন ভারতের স্পিনার কুলদীপ। ওয়ানডে ইতিহাসে ৪৯ ও ভারতের পক্ষে পঞ্চম হ্যাটট্টিক করেন কুলদীপ। ভারতের হয়ে কুলদীপের এটি দ্বিতীয় হ্যাটট্টিক। ২০১৭ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্টিক করেছিলেন তিনি।
পরবর্তীতে ২৮০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন হোপ। ভারতের কুলদীপ ৫২ রানে ও সামি ৩৯ রানে ৩টি করে উইকেট নেন।