অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ব্যাপক পরিবর্তন, ডাক পেলেন লাবুশেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ব্যাপক পরিবর্তন, ডাক পেলেন লাবুশেন

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ইন-ফর্ম ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। জানুয়ারিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি।

গত বছর প্রথমবারের মত টেস্ট দলে ডাকা পাওয়া লাবুশেনের ব্যাটিং গড় ৫৮.০৫। শেষ তিনটি ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন। কুইন্সল্যান্ডের হয়ে ওয়ানডেতেও ২৫ বছর বয়সী লাবুশেন নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন।

ভারতের কঠিন কন্ডিশনে কোচিং স্টাফরা সাধারণত নতুন কোন খেলোয়াড়কে দলে নিতে গেলে বেশ সতর্ক থাকেন। অথচ প্রধান নির্বাচক ট্রেভর হন্স আত্মবিশ্বাসের সাথেই বলেছেন, যেকোন ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লাবুশেন।

হন্স বলেন, ‘কুইন্সল্যান্ডের হয়ে এ ধরনের ফরম্যাটে শক্তিশালী পারফরমেন্সের পর সাদা বলে আন্তর্জাতিক অভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত লাবুশেন।’

এদিকে পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন অল-রাউন্ডার সিন অ্যাবট। ১৮ মাস পর আবারও ডাক পেয়েছেন স্পিনার অ্যাস্টন আগার। এছাড়াও পেসার জস হ্যাজেলউডের উপরও আস্থা রেখেছেন নির্বাচকরা।

হন্স জানিয়েছেন, টি-২০তে ভালো পারফরমেন্সের কারণে কিছু কিছু খেলোয়াড়কে ওয়ানডে দলে ডাকা হয়েছে। এদের মধ্যে কয়েকজন আবার ভারতীয় কন্ডিশনে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন, যার মধ্যে অন্যতম হার্ডহিটিং ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার।

প্রধান নির্বাচক আরও বলেছেন, ‘সাদা বলে আমাদের দলের পারফরমেন্স সবসময়ই শক্তিশালী ছিল। যদিও আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই আমরা নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছি। তবে ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপই আমাদের মূল লক্ষ্য।’

এবারের দলে জায়গা হয়নি বেশ কয়েকজন হাই-প্রোফাইল খেলোয়াড়ের যাদের মধ্যে অন্যতম হলেন- উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস ও নাথান লিঁও। যদিও হন্স জানিয়েছেন নির্বাচকরা স্পিনার লিঁও ও ম্যাক্সওয়েলের ওপর দৃষ্টি রেখেছে।

প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার এ সফরে দলের সাথে না থাকায় সহকারী এন্ড্রু ম্যাকডোনাল্ড মূল দায়িত্বে থাকবেন। ১৪ জানুয়ারি থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ।

অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, মার্নাস লাবুসচেঞ্জ, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে ব্যাপক রদবদল

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে ব্যাপক রদবদল

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

বক্সিং ডে টেস্ট থেকে নাম প্রত্যাহারে বাধ্য হলেন হ্যাজেলউড

বক্সিং ডে টেস্ট থেকে নাম প্রত্যাহারে বাধ্য হলেন হ্যাজেলউড

নিউজিল্যান্ডকে আবারও বিশাল ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডকে আবারও বিশাল ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া