দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) টি-২০ ক্রিকেটে মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে ২৪৯ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে প্রথমে ব্যাট করে নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া শতকে ২ উইকেটে ২৫৫ রান করে টাইগ্রেসরা।
এসএ গেমসে শ্রীলঙ্কা ও নেপালকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছেন সালমা খাতুনের দল। ফলে মালদ্বীপের বিপক্ষের ম্যাচটি ছিল ফাইনালের আগে ওয়ার্ম আপের। তবে সেই ম্যাচে বাংলাদেশের নারী ক্রিকেটাররা নজীর গড়লো।
বল হাতে মালদ্বীপকে গুটিয়ে দিয়েছে রিতু মনি ও সালমা খাতুন। দু’জনে নিয়েছেন ৩টি করে উইকেট। পরে তাদের সঙ্গে নাম যোগ করেন রাবেয়া খান ও নাহিদা আক্তার। তারা নেন একটি করে উইকেট।
বাংলাদেশের দেওয়া ২৫৫ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে বোলিং তোপে ১২ ওভার পর্যন্ত টিকতে পেরেছে মালদ্বীপের মেয়েরা। ব্যাট হাতে ১২ ওভার খেললেও রান করেছে মাত্র ৬টি।
বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দলে ৮ জন ব্যাটসম্যানই কোন রান করতে পারেননি। সর্বোচ্চ ২ রান করেছেন লেজের ব্যাটসম্যান শামিমা আলি। এছাড়া কিনানা ইসমাইল ও সাজা ফাতিমা করেছেন ১ রান করে।
এর আগে দলীয় ১৯ রানে দুই ওপেনারকে হারানোর পর জুটি বাঁধেন নিগার সুলতানা ও ফারজানা। তাদের জুটিতে আসে ২৩৬ রান। ৩টি ছক্কা ও ১৪টি চারে সাজিয়ে ৬৫ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন নিগার সুলতানা। অন্যপ্রান্তে আরও বিধংসী ছিলেন ফারজানা। ২০টি চারে সাজিয়ে ৫৩ বলে ১১০ রান অপরাজিত ছিলেন তিনি।
এ জুটির ঝড়ে নারী ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডও করে বাংলাদেশ। অক্টোবরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ১৫২ রান ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।