পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৩ নভেম্বর ২০১৯
পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথমবারের মত এসিসি ইমার্জিং কাপের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেওয়ায় প্রথমে ব্যাট করছে পাকিস্তান। ম্যাচটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। পরে ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত নৈপুন্যে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে টাইগাররা।

টুর্নােমেন্টে ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশের অধিনায়ক শান্ত। ৪ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩৪ রান করেছেন স্বাগতিক অধিনায়ক। সেরা ফর্মে রয়েছেন সৌম্যও। ৪ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২২৯ রান করেছেন সৌম্য।

বাংলাদেশ ইমার্জিং একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, ইয়াসির আলি, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান, সুমন খান এবং তানভীর ইসলাম।

পাকিস্তান ইমার্জিং একাদশ
রোহাইল নাজির (অধিনায়ক), হায়দার আলি, উমর ইউসুফ, সৌদ শাকিল, সাইফ বাদার, খুশদিল শাহ, আমাদ বাট, উমর খান, শামিন গুল, মোহাম্মদ হাসনাইন এবং মোহাম্মদ আসাদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

রিপোর্ট ভালো হলেও পর্যবেক্ষণে লিটন-নাঈম

রিপোর্ট ভালো হলেও পর্যবেক্ষণে লিটন-নাঈম

আবারও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে শেখ হাসিনা

আবারও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে শেখ হাসিনা

এক দিনে বাংলাদেশের দুই কনকাশন সাব, ইতিহাসে প্রথম

এক দিনে বাংলাদেশের দুই কনকাশন সাব, ইতিহাসে প্রথম

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল