এশিয়ান ইমার্জিং টিমস কাপের ফাইনালে যেতে বাংলাদেশকে ২২৯ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে আফগানিস্তান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নমেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দুই ওপেনার শুরুতেই ফিরে যান। ওপেনার আব্দুল মালিক ৪ বলে ১ এবং অপর ওপেনার শহীদুল্লাহ ১৪ বলে ৩ রান করে ফিরে যান। দুটি উইকেটই নেন বাংলাদেশের হাসান মাহমুদ।
তবে ব্যাট হাতে একাই লড়াই করেন আফগানিস্তানের দারউইস রসুলি। একে একে অন্য ব্যাটসম্যানরা যখন ফিরে যাচ্ছিলেন তখন দারউইস রসুলি তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৮ বলে ১১৪ রান করেন দারউইস রসুলি।
দারউইস রসুলিকে শেষ দিকে বেশ ভালো সঙ্গ দেন ওহেদুল্লাহ শাফাক ও তারিখ। তারা যথাক্রমে ৬৬ বলে ৩৪ এবং ২৭ বলে ৩৩ রান সংগ্রহ করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও সৌম্য সরকার ৩টি করে এবং তানভির ইসলাম ২টি উইকেট নিয়েছেন।