শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়ে এসিসি ইমার্জিং টিমস কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতকে ৩ রানে হারায় পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় পাকিস্তান। ২২ ওভার ব্যাট করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার ওমাইর ইউসুফ ও হায়দার আলী। হায়দার ৪৩ রানে থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ইউসুফ। ৯৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি।
তবে পাকিস্তানের পরের দিকের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেয়নি ভারতের বোলাররা। তাদের ছোট ছোট ইনিংসের কল্যাণে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় পাকিস্তান। পাঁচ নম্বরে নামা সাইফ বদর অপরাজিত ৪৭, অধিনায়ক রোহাইল নাজির ৩৫ ও ইমরান রফিক ২৮ রান করেন। ভারতের মাভি-দুবে-শোকিন ২টি করে উইকেট নেন।
জবাবে ২৬৮ রানের জয়ের লক্ষ্যে দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। তারপরও অধিনায়ক বিআর শরথের ৪৭, আরমান জাফরের ৪৬ রানের সাথে সানবীর সিং-এর হাফ-সেঞ্চুরিতে ভালোভাবেই লড়াইয়ে টিকে থাকে ভারত। সানবীর ৭৬ রান করেন। এক পর্যায়ে ৩ উইকেটে ২১১ রানে পৌঁছলে জয়ের স্বপ্ন দেখতে থাকে ভারত।
তবে এরপরই ছন্দ হারায় ভারতের ব্যাটসম্যানরা। ২৫০ রানে সপ্তম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। কিন্তু চিন্ময় সুতারের ব্যাটিং দৃঢ়তায় জয়ের জন্য শেষ ১২ বলে ১৫ রান দরকার পড়ে ভারতের। ৪৯তম ওভারে ৭ রান পায় ভারত।
শেষ ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৮ রান। কিন্তু ঐ ওভার থেকে মাত্র ৪ রান তুলতে পারে ভারত। ৩৭ বলে ২৮ রানে অপরাজিত থেকেও দলের হার এড়াতে পারেননি সুতার। পাকিস্তানের হাসনাইন-বদর ২টি করে উইকেট নেন।