পাঁচ বছরের অপেক্ষা মেটালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১০ নভেম্বর ২০১৯
পাঁচ বছরের অপেক্ষা মেটালো ওয়েস্ট ইন্ডিজ

আফগানিস্তানের বিপক্ষে দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা মেটালো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে জয় লাভ করে ২২ বারের চেষ্টার পর সিরিজ জিতলো ক্যারিবীয়রা। সর্বশেষ ২০১৪ সালের আগস্টে তারা সিরিজ জিতেছিল। তবে মাঝের ২২ সিরিজে তাদের সেরা সাফল্য ২টি ড্র।

শনিবার লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের ৪৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও ওয়েস্ট ইন্ডিজের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ২৪৭ রানের জবাবে ২০০ রানেই গুটিয়ে গেছে তারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে ব্যাট হাতে নিকলাস পুরান খেলেন সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫০ বলে এ রান করেন তিনি।

এছাড়া এভিন লুইস ৫৪, শাই হোপ ৪৩ ও শিমরন হেটমায়ার করেন ৩৪ রান। বাকি কেউই দুই অঙ্কে যেতে পারেননি। আফগানদের হয়ে ৩ উইকেট নেন নবীন উল হক।

২৪৮ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। প্রতিরোধ গড়েন শুধুমাত্র নাজিবউল্লাহ জাদরান। তবে তার ৬৬ বলের ৫৬ রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধানই কমায়। এছাড়া রহমত শাহ ৩৩ ও মোহাম্মদ নবী করেন ৩২ রান। ৪৫.৪ ওভারে ২০০ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।

বল হাতে ৩টি করে উইকেট নেন রস্টোন চেজ, হেইডেন ওয়ালশ এবং শেলডন কটরেল।



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও সুপার ওভার, আবারও নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড

আবারও সুপার ওভার, আবারও নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড

পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া

পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া

বিশ্বরেকর্ড গড়লেন মরগান-মালান

বিশ্বরেকর্ড গড়লেন মরগান-মালান

আয়ারল্যান্ডের টেস্ট-ওয়ানডে অধিনায়ক হলেন বালবির্নি

আয়ারল্যান্ডের টেস্ট-ওয়ানডে অধিনায়ক হলেন বালবির্নি