জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৬ অক্টোবর ২০১৯
জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়

ছবি : নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দল জিতলেও ৯৯ রানে আউট হয়েছিলেন ডান-হাতি টাইগার ব্যাটসম্যান মাহমুদুুল হাসান জয়। তৃতীয় ওয়ানডেতে সেই হতাশা কাটিয়ে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন জয়। তার অনবদ্য সেঞ্চুরিতেই নিউজিল্যান্ড অনূর্ধ-১৯ দলেল বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রোবাবর (৬ অক্টোবর) জয়ের অপরাজিত ১০৩ রানে তৃতীয় ম্যাচে কিউইদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এ জয়ে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেই ৬ উইকেটে জিতেছিল জয়-আকবররা।

লিঙ্কনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি নিউজিল্যান্ড। ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। তবে শুরুতে চাপে পড়ে গেলেও নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন এক প্রান্ত আগলে থাকা ডান-হাতি ব্যাটসম্যান ফার্গুস লেলম্যান। পরের দিকের ব্যাটসম্যানদের সাথে ছোট ছোট জুটি গড়তে থাকেন তিনি।

অন্যদিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অন্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারছিলেন না। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন লেলম্যান। সেঞ্চুরি তুলে অপরাজিত ১১৬ রানে নিউজিল্যান্ডকে সম্মানজনক স্কোর এনে দেন লেলম্যান।

৫০ ওভারে ৮ উইকেটে ২২৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৭টি চার ও ৫টি ছক্কায় ১৩৩ বল মোকাবেলা করে নিজের ইনিংসটি সাজান লিলম্যান। বাংলাদেশের তানজিম হাসান সাকিব-অভিষেক দাস-হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।

জিতলেই সিরিজ জয় -এমন সমীকরণে ২২৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ডান-হাতি ওপেনার অনিক সরকার সেতু ১ রান করে থামেন। পরে শুরুর ধাক্কাটা সামলে ওঠেন আরেক ওপেনার তানজিদ হাসান ও জয়। দ্বিতীয় উইকেটে ৯০ রান যোগ করেন তারা।

বলের সাথে পাল্লা দিয়ে খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তানজিদ। অর্ধশতকের পরও ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু নামের পাশে ৬৫ রান রেখে আউট হন তানজিদ। তার ৬৪ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিল।

দলীয় ১০১ রানে তানজিদের আউটের পর ক্রিজে জয়ের সঙ্গী হন তৌহিদ হৃদয়। দক্ষতার সাথে নিউজিল্যান্ডের বোলারদের মোকাবেলা করতে থাকেন জয়-হৃদয়। তাই সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশের জয়ের পথ সহজ হতে থাকে। শেষ পর্যন্ত তাই হয়েছে। ৭৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৬টি চার ও ১টি ছক্কায় ৯৫ বলে অপরাজিত ১০৩ রান করেন জয়। তার সঙ্গী হৃদয় ৫৯ বল মোকাবেলায় ৮টি চারে ৫১ রানে অপরাজিত থাকেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের আগে নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড সফর করবে পাকিস্তান

ইংল্যান্ডের আগে নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড সফর করবে পাকিস্তান

মিরাজের ঘূর্ণির পর মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশের লিড

মিরাজের ঘূর্ণির পর মুমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশের লিড

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে শ্রীলঙ্কার জয়

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে শ্রীলঙ্কার জয়

টেস্ট ক্রিকেটে রোহিতের বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটে রোহিতের বিশ্বরেকর্ড