অবশেষে সকল বাধা কাটলো পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়ামের। দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের মাটিতে গড়ালো আন্তর্জাতিক বল। ঐতিহাসিক এ ম্যাচে টসেও জিতলো পাকিস্তান।
গত শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ক্রিকেট ফেরার কথা ছিল করাচির স্টেডিয়ামের। তবে বৃষ্টি সেটা হতে দেয়নি। এছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। যার ফলে ২৯ সেপ্টেম্বরের ম্যাচ আরও একদিন পিছিয়ে দেওয়া হয়।
আজকের ম্যাচ গতকাল রোবাবর (২৯ সেপ্টেম্বর) মাঠে গড়ানোর কথা ছিল। তসে গড়ালো আজ সোমবার। আর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
২০০৯ সালের জানুয়ারিতে করাচিতে এ শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিল পাকিস্তান। ওই সফরের ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে ইঙ্গ হামলা হয়। এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে পড়ে।
পাকিস্তান একাদশ
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, উসমান শিনওয়ারি।
শ্রীলঙ্কা একাদশ
লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, দানুশকা গুনাথিলাকা, আভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।