এক ম্যাচ হাতে রেখে ভারতের কাছে আগেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পঞ্চম ও শেষ ম্যাচে জয় দিয়ে ভারত সফর শেষ করার তাগাদা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশের সে ইচ্ছা পূরণ হয়নি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লক্ষ্ণৌতে বৃষ্টিতে ভেস্তে গেছে বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-২৩ দলের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচ। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে হারলো সাইফ হাসানের দল।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১৮ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পরের দিনই ওয়ানডে সিরিজ শুরু করে তারা। হার দিয়ে ওয়ানডে শুরু হয় বাংলাদেশের। ৩৪ রানে ম্যাচটি হারে সাইফ-আরিফুলরা।
তবে দ্বিতীয় ম্যাচেই সমতা আনে বাংলাদেশ। বৃষ্টি আইনে ৫ রানে ম্যাচ জিতে বাংলাদেশ। তবে তৃতীয় ও চতুর্থ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের দখলে রাখে বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি ৪৯ রানে ও চতুর্থটি ৪ উইকেটে জিতে ভারত।