প্রধান কোচ ও নির্বাচকের দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো পাকিস্তানের ওয়ানডে দল ঘোষণা করেছেন মিসবাহ-উল-হক। নিজ দেশে শ্রীলঙ্কার সফর উপলক্ষে ঘোষিত দলে ব্যাটসম্যান ইফতিখার আহমেদ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ জায়গা পেয়েছেন।
অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ঘরের মাঠে ৫০ ওভারের এ সিরিজের জন্য দল মিসবাহর ঘোষিত দলে তিন ক্রিকেটা তারকা ফিরলেও জায়গা হয়নি শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী। ডেঙ্গুর কারণে নেই শাহীন, আর পিঠের চোটে দলের বাইরে হাসান।
দুই পেসারের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে নেই কেবল মোহাম্মদ হাফিজ। সেন্ট কিটসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলায় তিনি দলের বাইরে। অন্যদিকে অবসর নেওয়ায় স্কোয়াডে নেই শোয়েব মালিক।
২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ইফতিখার। মাত্র দুই ওয়ানডে খেলা এ ব্যাটসম্যান ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট পাকিস্তান কাপে নিজেকে প্রমাণ করে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে। একই প্রতিযোগিতায় আলো ছড়ানোয় জাতীয় দলের দরজা খুলে গেছে নওয়াজের।
পাকিস্তানের ওয়ানডে দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসিফ আলী, ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান খান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।