ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিংয়ে বল ধরতে গিয়ে পড়ে গিয়ে বাঁ-হাতের আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত তার আঙুলে এক্স-রে করাতে অ্যাপোলো হাসপাতালে নেয়া হচ্ছে।
এদিকে আঙুলে চোট পেয়ে হাসপাতালের খবরে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিসিবির মেডিকেল টিম জানিয়েছে, সাকিবের চোট বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলের নিচের অংশে। মনে হয় না সে খেলতে পারবে!
দুর্ঘটনাটি ঘটে ম্যাচের ৪২তম ওভারে। রান আউটের সুযোগ পেয়ে এক্সট্রা কাভার থেকে ছুটে গিয়ে বল ধরার সময় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। বাঁহাতের আঙুলে শঙ্কা জাগানো চোটটি পান তখনই। মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গেই।
চোট কতটা গুরুতর সেটা তাতক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে টাইগার ড্রেসিংরুমে ভয়ের শ্রোত বয়ে যাওয়ার যথেষ্ট কারণ ছিল। মাঠ ছাড়ার সময়ও সাকিবকে বেশ বেদনাকাতরও মনে হয়েছে।