জিম্বাবুয়ের বিপক্ষেই মাশরাফির অবসর নয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৭ আগস্ট ২০১৯
জিম্বাবুয়ের বিপক্ষেই মাশরাফির অবসর নয়

ফাইল ছবি

চারদিকে চলছিল গুঞ্জন, জিম্বাবুয়ে সফরের সময় ওয়ানডে ম্যাচে আয়োজন করে বিদায় জানানো হয়ে বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। এ জন্য বিবিসি মাশরাফির সাথে কথাও বলেছে। তবে শেষ মুহূর্তে জানা গেলে জিম্বাবুয়ের বিপক্ষে কোন ওয়ানডে ম্যাচ খেলছে না বাংলোদেশ।

শনিবার (১৭ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলন, মাশরাফির সাথে আমাদের কথা হয়েছে। তিনি (মাশরাফি) এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে  পারছেন না।  নিজের সিদ্ধান্তের কথা জানাতে আরও দু-মাস সময় চেয়েছে মাশরাফি

পাপন বলেন, সামনে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ নেই। আগামী মার্চের (২০২০ সাল) আগে আমরা কোন ওয়ানডে ম্যাচ খেলবো না। সুতরাং আমারও তাকে (মাশরাফি) বলেছি কোন সমস্যা নেই।

মাশরাফি বিন মর্তুজাও আজ (শনিবার) বিসিবিতে এসেছিলেন। পাপন বলেন, এ বিষয়ে আজও কথা হয়েছে। সামনে যেহেতু আমাদের ওয়ানডে ম্যাচ নেই সেহেতু আমরাও কোন কিছু বলিনি।

বিশ্বকাপের পর থেকেই মাশরাফির অবসর নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বলা হয়, বাংলাদেশে জিম্বাবুয়ের সফরের সময় বাড়তি একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করে তাকে বিদায় জানানো হতে পারে। তবে এখন যেহেতু জিম্ববুয়ের সাথে ওয়ানডে ম্যাচ হচ্ছে না, সেহেতু মাশরাফির অবসর নিয়ে আপাতত আর কোন কথা উঠছে না।

২০১৭ সালে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি এবং তারও আগে ২০০৯ সাল থেকে টেস্ট ক্রিকেটে খেলছেন না তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি-সাকিবদের নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট ও ভেট্টোরি

মাশরাফি-সাকিবদের নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট ও ভেট্টোরি

ঈদের পর মাশরাফির পুনর্বাসন কার্যক্রম

ঈদের পর মাশরাফির পুনর্বাসন কার্যক্রম

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা

মাশরাফিকে অবসর নিতে মানা করলেন মালিঙ্গা

বাংলাদেশের নতুন কোচ ডমিঙ্গো

বাংলাদেশের নতুন কোচ ডমিঙ্গো