বাংলাদেশ দলে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর পরিকল্পনা নিয়ে তার সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নড়াইল এক্সপ্রেস খ্যাত এ ওয়ানডে অধিনায়ককে বিদায় দিতে বিশেষ পরিকল্পনা থাকায় দুইদিনের মধ্যেই তার সঙ্গে আলোচনা করবে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল এ অধিনায়ক ২০১৭ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং ২০০৯ সালের পর থেকে টেস্ট ক্রিকেটের বাইরে আছেন।
দুর্দান্ত ফর্ম নিয়েই ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। তবে এ মেগা ইভেন্টে তিনি মোটেও নিজেকে মেলে ধরতে পারেননি। ৮ ম্যাচে উইকেট শিকার করেছেন মাত্র একটি। মূলত এরপর থেকেই মাশরাফির অবসর গুঞ্জন শুরু হয়। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ায় এ সিরিজে আর খেলতে পারেননি।
এদিকে মাশরাফির সময়টা ভালো না গেলেও নিজের অবসর ভাবনা নিয়ে এখনো কোন কিছু খোলাসা করেননি তিনি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর আগে বলেছিলেন, তারা মাশরাফিকে একটি উপযুক্ত বিদায় দিতে চান এবং দেশের ক্রিকেটে তার অবদানের স্বীকৃতি হিসেবে বিসিবি একটি হোম সিরিজ আয়োজন করতে চায়।
এ বছর দেশের মাটিতে বাংলাদেশ দলের কোন ওয়ানডে সূচি নেই। তবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। আফ্রিকার দেশ জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০১ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল মাশরাফির।
বিসিবি বস জানান, মাশরাফি যদি অবসর নিতে চান তবে কেবলমাত্র তার জন্যই একটি ওয়ানডে ম্যাচ আয়োজনে জিম্বাবুয়ের সঙ্গে তারা আলাপ করবে। যদিও এ ম্যাচ আয়োজনে বিসিবির বিশাল অঙ্কের অর্থ (প্রায় ৬০ লাখ টাকা) ব্যয় হবে। তথাপি একটি স্মরণীয় বিদায় সম্বর্ধনা দিতে বোর্ড পিছপা হবে না।
বিসিবি সভাপতি বলেন, ‘এখনো মাশরাফির সঙ্গে আমার কথা হয়নি। অবসরের বিষয়ে তার ভাবনা জানতে আগামী দুইদিনের মধ্যে আমি মাশরাফির সঙ্গে কথা বলব।’
মাশরাফি যদি অবসর নিতে চান তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে রাজি হবে বলেও মনে করছে বিসিবি।