ভারতের সিরিজ জয় নাকি ওয়েস্ট ইন্ডিজের সমতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৩ আগস্ট ২০১৯
ভারতের সিরিজ জয় নাকি ওয়েস্ট ইন্ডিজের সমতা

ফাইল ছবি

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছ সফরকারী ভারত ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে ভারত। অন্যদিকে টি-২০ সিরিজের হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজের সমতায় শেষ করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার (১৪ আগস্ট) পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ওয়ানডে সিরিজের এ শেষ ম্যাচটি। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১-০তে এগিয়ে রয়েছে ভারত

এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। টি-২০ সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামে ভারত।

ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেস্তে যায়। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৫৯ রানে জয় পায় টিম ইন্ডিয়া। যার ফলে ১-০তে এগিয়ে যায় ভারত এবং শেষ ম্যাচেও জয় তুলে ওয়ানডে সিরিজও নিজেদের করে নিতে চাইবে কোহলিরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে পোর্ট অব স্পেনে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে ভারত। ১২৫ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১২০ রান করেন কোহলি।

জবাবে ২১০ রানেই গুটিয়ে গিয়ে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৪৬ ওভারে ২৭০ রানের টার্গেট পেয়েছিল ক্যারিবীয়রা। দলের পক্ষে এভিন লুইস সর্বোচ্চ ৬৫ রান করেন। ভারতের ভুবেনশ্বর ৩১ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের অধিনায়ক কোহলি।

ভারতের ওয়ানডে দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, ঋসভ পান্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, কেদার যাদব, মোহাম্মদ সামি, ভুবেনশ্বর কুমার, খলিল আহমেদ ও নাভেদ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, এভিন লুইস. শাই হোপ, শিমরোন হেটমায়ার, নিকোলাস পুরান, রোস্টন চেজ, ফ্যাবিয়ান এ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, শেলডন কট্রেল, ওশানে টমাস, কেমার রোচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত দলে ব্যাপক পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত দলে ব্যাপক পরিবর্তন

৩১ বলে ৪ রান করা গেইলকে বাঁচিয়ে দিল বৃষ্টি

৩১ বলে ৪ রান করা গেইলকে বাঁচিয়ে দিল বৃষ্টি

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

গেইলকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা

গেইলকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা