ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রান। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন রান ৭৬। ২০০২ সালে কলম্বোতে ৭৬ রানেই গুটিয়ে গিয়েছিল টাইগাররা।
তবে নিজেদের ওয়ানডে ক্রিকেটে এটি নবম সর্বনিম্ন রান বাংলাদেশের। ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর ৫৮। ঢাকায় ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে মাত্র ৫৮ রানেই গুটিয়ে গিয়েছিল তৎকালীন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।