রেকর্ডময় ম্যাচে ভারতের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১২ আগস্ট ২০১৯
রেকর্ডময় ম্যাচে ভারতের জয়

ছবি : বিসিসিআই

রেকর্ড গড়লেন বিরাট কোহলি, রেকর্ড গড়েছেন ক্রিস গেইলও। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ে হাসিটি হাসলো বিরাট কোহলিরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে দিয়েছে ভারত।

সফরের শুরুতে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ফলে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেওয়ায় সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত

রোববার (১১ আগস্ট) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে ভারত। ব্যাট হাতে অনবদ্য শতরান করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি

শুধু সেঞ্চুরিই নয়, নিজের মুকুটে আরও একটি রঙিন পালক যোগ করেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সৌরভ গাঙ্গুলিকে টপকে গেছেন ভারতের এ অধিনায়ক।

২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বৃষ্টিতে আটকা পড়ে ওয়েস্ট ইন্ডিজ। খেলা বেশ কিছু সময় বন্ধ থাকার পর ছোট হয়ে আসে ক্যারিবিয়ান ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২৭০ রানের। ৪৮টি বল (৮ ওভার) কমলেও রান কমে মাত্র ৮টি।

জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষমেশ ৪২ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে এভিন লুইস ও নিকোলাস পুরান ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত স্যুইংয়ে ধরাশায়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। তার সাথে পাল্লা দিয়ে উইকেট নেন শামি, কুলদীপরাও৷
sportsmail24
এদিকে ওয়ানডে ক্রিকেটের ট্রিপল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ক্রিস গেইল। বাইশ গজে ব্যাট হাতে ৩০০ রান করে নয়, ওয়ানডে ক্যারিয়ারে ৩০০তম ম্যাচ খেলার মাধ্যমে এ মাইলফলক স্পর্শ করছেন তিনি।

ভারতের বিপক্ষে এ ম্যাচ খেলতে নেমেই এ মাইলফলক স্পর্শ করেন গেইল। ৩০০ ওয়ানডে খেলা ২১তম ক্রিকেটার গেইল। সবার আগে ১৯৯৮ সালে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন গড়েছেন এ কীর্তি।

নিজের ক্যারিয়ারের এ রেকর্ডময় ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠতে পারেননি ক্রিস গেইল। ২৪ বল মোকাবেলা করে মাত্র ১১ রান সংগ্রহ করেছেন তিনি। ছিল মাত্র ১টি চারের মার। এর আগের ম্যাচেও ৩১ বল মোকাবেলা করে রান করেছিলেন মাত্র ৪।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ব্যাট হাতে সেঞ্চুরি হাকানো ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১২৫ বল মোকাবেলা করে ১২০ রান সংগ্রহ করেন তিনি। তার এ ইনিংসে একটি ছক্কার মারের সঙ্গে চারের মার রয়েছে ১৪টি।



শেয়ার করুন :


আরও পড়ুন

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

এক ম্যাচে দুই কিংবদন্তিকে টপকালেন কোহলি

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৩১ বলে ৪ রান করা গেইলকে বাঁচিয়ে দিল বৃষ্টি

৩১ বলে ৪ রান করা গেইলকে বাঁচিয়ে দিল বৃষ্টি

কোহলিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

কোহলিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক