ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের লক্ষ্য দিল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ এএম, ১২ আগস্ট ২০১৯
ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের লক্ষ্য দিল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে একতরফা জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। বৃষ্টির জন্য প্রথম একদিনের ম্যাচ পরিত্যক্ত হয়েছে মাত্র ১৩ ওভার খেলা গড়ানোর পরই। কুইন্স পার্ক ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বাধা সৃষ্টি করে, তবে তা প্রবল আকার ধারণ করেনি।

প্রাকৃতিক বিপত্তি এড়িয়ে পোর্ট অব স্পেনে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে দিয়েছে চ্যালেঞ্জিং টার্গেট। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুরন্ত শতরানে টিম ইন্ডিয়া তুলেছে ৭ উইকেটে ২৭৯ রান। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে তুলতে হবে ২৮০।

কুইন্স পার্ক ওভালে সর্বোচ্চ ২৭২ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। যার অর্থ, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় তুলতে হলে ওয়েস্ট ইন্ডিজকে এই মাঠে রেকর্ড রান তাড়া করতে হবে।

পোর্ট অব স্পেনে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। তবে দলনায়কের সিদ্ধান্তকে প্রাথমিকভাবে মর্যাদা দিতে ব্যর্থ হন শিখর ধাওয়ান। মাত্র ২ রান করে কটরেলের বলে এলবিডব্লু হন গাব্বার। কোহলির সঙ্গে জুটিতে ৭৪ রান যোগ করলেও ব্যক্তিগত ১৮ রানের মাথায় রোস্টন চেসের বলে আউট হয়ে বসেন রোহিত শর্মা। ৩৪ বলের সতর্ক ইনিংসে হিটম্যান ২টি বাউন্ডারি মারেন৷

ঋষভ পন্ত চার নম্বরে ব্যাট করতে নেমে ৩৫ বলে ২০ রান করে ব্রাথওয়েটের বলে বোল্ড হন। কোহলি ওয়ান ডে কেরিয়ারের ৪২তম এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ফরম্যাটে ৮ নম্বর সেঞ্চুরি করে আউট হন। ক্রিজ ছাড়ার আগে ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ১২০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন বিরাট। কোহলির উইকেটটিও তুলে নেন ব্রাথওয়েট৷

শ্রেয়স আইয়ার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। ৬৮ বল ক্রিজে কাটিয়ে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান আইয়ার। কেদার যাদব ২টি চারের সাহায্যে ১৪ বলে ১৬ রান করে রান আউট হন। ভুবনেশ্বর কুমার ১ রান করে ব্রাথওয়েটের তৃতীয় শিকার হন। শামি ৫ বলে ৩ ও জাদেজা ১৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের পরবর্তী ওয়ানডে ১০ মাস পর!

বাংলাদেশের পরবর্তী ওয়ানডে ১০ মাস পর!

২৬ বছরের রেকর্ড ভাঙার মুখে কোহলি

২৬ বছরের রেকর্ড ভাঙার মুখে কোহলি

৩১ বলে ৪ রান করা গেইলকে বাঁচিয়ে দিল বৃষ্টি

৩১ বলে ৪ রান করা গেইলকে বাঁচিয়ে দিল বৃষ্টি

ডু-প্লেসিসের আবেগী টুইট 

ডু-প্লেসিসের আবেগী টুইট