নিজের মুকুটে আরও একটি রঙিন পালক যোগ করলেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সৌরভ গাঙ্গুলিকে টপকে গেলেন ভারত অধিনায়ক।
পোর্ট অব স্পেনে ব্যাট হাতে মাঠে নামার আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সংগ্রহ ছিল ১১ হাজার ২৮৬ রান। আর সৌরভের ছিল ১১ হাজার ৩৬৩ রান। অর্থাৎ সৌরভকে টপকাতে কোহলির প্রয়োজন ছিল ৭৮ রান। ইনিংসের ৩২তম ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে থার্ডম্যান বাউন্ডারিতে পাঠিয়ে লক্ষ্যে পৌঁছে যান বিরাট।
সৌরভকে টপকে বিরাট এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে রান সংগ্রহকারী। সামনে রয়েছেন শুধু কিংবদন্তি সচিন; যাঁর সংগ্রহে রয়েছে রেকর্ড ১৮ হাজার ৪২৬ রান। সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ৮ নম্বরে উঠে এলেন কোহলি।
এক নম্বরে থাকা সচিন ছাড়া বিরাটের থেকে বেশি রান করেছেন কুমার সাঙ্গাকারা (১৪২৩৪), রিকি পন্টিং (১৩৭০৪), সানাথ জয়সুরিয়া (১৩৪৩০), মাহেলা জয়াবর্ধনে (১২৬৫০), ইনজামাম-উল-হক (১১৭৩৯) ও জ্যাক কালিস (১১৫৭৯)।
সৌরভ গাঙ্গুলিকে টপকানোর আগে এই ম্যাচেই একটি বিশ্বরেকর্ড গড়েন বিরাট। জাভেদ মিঁয়াদাদকে টপকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সব চেয়ে বেশি রান করার নজির গড়েন তিনি। এই রেকর্ড গড়ার জন্য বিরাটের দরকার ছিল ১৯ রান।
ম্যাচের পঞ্চম ওভারের চতুর্থ বলে (৪.৪ ওভার) শেলডন কটরেলকে থার্ডম্যানে ঠেলে দিয়ে সিঙ্গলস নিতেই ইতিহাস গড়েন ভারত অধিনায়ক৷