২৬ বছরের রেকর্ড ভাঙার মুখে কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ পিএম, ১১ আগস্ট ২০১৯
২৬ বছরের রেকর্ড ভাঙার মুখে কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে এক রেকর্ডের মুখে দাঁড়িয়ে বিরাট কোহলি। আর মাত্র ১৯ রান করলেই পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদকে টপকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন ভারত অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৪ ইনিংসে মিয়াঁদাদের সংগ্রহ ১৯৩০। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মিয়াঁদাদ শেষ ওয়ান ডে খেলেছিলেন ১৯৯৩ সালে। ২৬ বছর পরে সেই রেকর্ড ভাঙার মুখে ভারত অধিনায়ক। কোহলি যদি আজই এই রান টপকে যেতে পারেন, তা হলে তাঁর ইনিংস সংখ্যা হবে ৩৪। সিরিজের প্রথম ওয়ান ডে-তে কোহালি ব্যাট করার সুযোগ পাননি। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামার পরে মাত্র ১৩ ওভার থেকেই বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়।

টি-টোয়েন্টি সিরিজে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে উড়িয়ে দিয়েছিল ভারত। যার পরে দলের নতুন মুখদের যথেষ্ট প্রশংসা করেছিলেন কোহলি। বিশেষ করে চাহার ভাইদের। পেসার দীপক চাহার এবং লেগস্পিনার রাহুল চাহারের। তবে ওয়ান ডে সিরিজে এঁরা কেউ দলে নেই। ফিরে এসেছেন মহম্মদ শামি, কুলদীপ যাদবদের মতো অভিজ্ঞ বোলাররা। প্রথম ম্যাচে গেইলকে ফিরিয়ে দিয়েছিলেন কুলদীপই।

পোর্ট অব স্পেনে গত দশ বছরে স্পিনাররাই সুবিধা পেয়ে এসেছেন। ২০১০ সালের পর থেকে এই মাঠে স্পিনারদের বোলিং গড় ২৭.৪০, পেসারদের ৩১.১২। তবে শেষ পাঁচটা ম্যাচের চারটেতেই বৃষ্টি থাবা বসিয়েছিল। এখানেও ম্যাচের আগের দিন বৃষ্টি হয়েছে। তবে আজ বৃষ্টির আশঙ্কা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে আকাশ মেঘলা থাকতে পারে।

এই ম্যাচ আবার ক্রিস গেইলের ৩০০তম ওয়ান ডে ম্যাচ। টেস্ট দলে তাঁকে বাদ দিয়েছেন নির্বাচকেরা। গেইলের সামনে একটা সুযোগ থাকছে সেই সিদ্ধান্তের জবাব দেওয়ার। এর আগে কানাডার টি-টোয়েন্টি লিগে সেঞ্চুরি করে গেইল বলেছিলেন, ‘‘অনেকেই চায়, আমি ক্রিকেট থেকে অবসর নিই। কী দুর্ভাগ্য। কিন্তু আমি এখনই অবসর নেব না।’’ গেইল অবসর না নিতে চাইলেও টেস্টের বাইরে তাঁকে পাঠিয়ে দিয়েছেন নির্বাচকেরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

৩১ বলে ৪ রান করা গেইলকে বাঁচিয়ে দিল বৃষ্টি

৩১ বলে ৪ রান করা গেইলকে বাঁচিয়ে দিল বৃষ্টি

ডু-প্লেসিসের আবেগী টুইট 

ডু-প্লেসিসের আবেগী টুইট 

বাংলাদেশের পরবর্তী ওয়ানডে ১০ মাস পর!

বাংলাদেশের পরবর্তী ওয়ানডে ১০ মাস পর!

‘বিরল’ খেলোয়াড় সাইনিকে অভিষেক ম্যাচেই শাস্তি

‘বিরল’ খেলোয়াড় সাইনিকে অভিষেক ম্যাচেই শাস্তি