ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের বাঁচা-মরার ম্যাচে পরিবর্তন এনেছে দুটি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) দুপুরে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেছেন পেসার আবুল হাসান রাজু।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা দলে এসেছে দুটি পরিবর্তন। ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো খেলছেন ওপেনার দানুশকা গুনাথিলকা। দলে ফিরেছেন পেসার দুশমন্থ চামিরা।
চোটের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ওপেনার কুসল মেন্ডিসের। চোটের জন্য একাদশে নেই পেসার নুয়ান প্রদিপ।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা দল:
উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, লাকশান সান্দাকান, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।