টি-২০ সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ক্রিকেটের এ সংক্ষিপ্ত ভার্সনের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েন্ট ইন্ডিজ। তবে দু’দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে গেল বৃষ্টিতে।
গায়ানায় শুক্রবার (৯ আগস্ট) একদিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে টস হতে দেরি হয়। বৃষ্টি থামলে পরে ম্যাচ কমে দাঁড়ায় ৪৩ ওভারের। টস শেষ হয়ে মাঠে গড়ায় খেলা। টসে ভারতের অধিনায়ক বিরাট কোহলি জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান আর বল হাতে মাঠে নামেন তারা।
শুরুতে ভারতের দুই বোলার মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার চেপে ধরেন প্রতিপক্ষ দুই ওপেনারকে। ৫.৪ ওভারে উইন্ডিজ কোনও উইকেট না হারিয়ে করে মাত্র ৯ রান। এ সময় হানা দেয় বৃষ্টি। বন্ধ থাকে খেলা।
ঘণ্টাখানেক পর আবারও শুরু হয় ম্যাচ। এবার ওভার আরও কমিয়ে ম্যাচ দাঁড়ায় ৩৪ ওভারে। তবে ব্রায়ান লারাকে টপকে ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক ম্যাচ খেলা ক্রিস গেইল সুবিধা করতে পারেননি। ৩১ বলে মাত্র ৪ রানে আউট হন তিনি। তাকে আউট করেন কুলদীপ যাদব।
গেইলকে সঙ্গে নিয়ে এভিন লুইসের ৪২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে নামেন শাই হোপ। তিনি ১১ বলে সংগ্রহ করে ৬ রার। ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৫৪ রানে।
১৩ ওভার শেষ হওয়ার পর আবারও হানা দেয় বৃষ্টি। গ্রাউন্ড স্টাফরা অনেক খাটলেও আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ব্যাট হাতে ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত লুইস এবং ৪ রানে থাকা হোপের আর ব্যাট হাতে মাঠে নামা হয়নি।
ম্যাচ রেফারিরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোন সম্ভাবনা না দেখে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। দু’দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ১১ আগস্ট (রোববার)।