প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ৬ হাজার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮
প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ৬ হাজার

ওয়ানডে ক্রিকেটে ছয় হাজার রান ক্লাবের সদস্য হলেন ওপেনার তামিম ইকবাল। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে চলমান ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে নতুন এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে প্রথম ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন তামিম। চলমান সিরিজে এ পর্যন্ত তিন ম্যাচের সবক’টিতেই হাফ সেঞ্চুরি পাওয়া এ ড্যাশিং ওপেনার এক দিনের ক্রিকেটে ছয় হাজার রান থেকে পিছিয়ে থেকে ইনিংস শুরু করেন। ইনিংসের ৩৫তম ওভারে জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের বলে সিঙ্গেলস নিয়ে ছয় হাজার রান স্পর্শ করেন তামিম।

ফর্মের তুঙ্গে থাকা তারকা এ ব্যাটসম্যান এরপর ব্লেসিং মুজারাবানির বলে ছয় হাজার রান অতিক্রম করেন। অর্ধশতককে শতকে পরিণত করতে ব্যর্থ হওয়া ৩৯তম ওভারে ক্রেমারের বলে শেষ পর্যন্ত আউট হন।

চলতি সিরিজের আগের দুই ম্যাচেই ৮৪ করে রান করা তামিম শেষ পর্যন্ত ৭৬ রানে আউট হন। ক্যারিয়ারে এ পর্যন্ত ৯ সেঞ্চুরি এবং ৪১ হাফ-সেঞ্চুরিসহ ১৭৭ ম্যাচে ছয় হাজার রান পূর্ণ করলেন দেশ সেরা এ ব্যাটসম্যান।



শেয়ার করুন :


আরও পড়ুন

লো-স্কোরেও ৯১ রানে জিতলো বাংলাদেশ

লো-স্কোরেও ৯১ রানে জিতলো বাংলাদেশ

টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু পাকিস্তানের

টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু পাকিস্তানের

বাটলারের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সিরিজ জয়

বাটলারের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সিরিজ জয়

জিম্বাবুয়েকে হারিয়ে ঠিকে রইলো শ্রীলঙ্কা

জিম্বাবুয়েকে হারিয়ে ঠিকে রইলো শ্রীলঙ্কা